Rat Animal.

in #animal6 years ago

ইদুর একটি যন্ত্রনাদায়ক প্রানী। ঘরের খাবার নষ্ট করা,কাপড়,প্রয়োজনীয় কাগজ কাটা,ফসলের ক্ষতি করা সবকিছুতেই ওস্তাদ এই ইদুর। এরা একবার ঘরে আসলে সহজে যেতে চায় না। ইদুর পুদিনা পাতার গন্ধ নিতে পারে না তাই এদের তাড়াতে বাড়ির আশেপাশে পুদিনা গাছ লাগাতে হবে। এছাড়া ইদুর মারার যন্ত্র পাওয়া যায় যা সহজে ইদুর মারে। গোল মরিচের গুড়া ইদুরের বাসস্থানে ছড়িয়ে দিলেও এরা মারা যেতে পারে।