দেশে গত ১০ বছরে রেমিটেন্স প্রবাহ ৩.৫৬ গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত দেশে পাঠিয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৫৯.০৪ মিলিয়ন ডলার। এই অর্থ পূর্ববর্তী ১০ বছরের চেয়ে ৯৪,৮২২.৮৬ মিলিয়ন ডলার বেশি। দেশে অর্থ প্রেরণের প্রক্রিয়া সহজতর হয়েছে এবং বর্তমানে দেশে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশি প্রবাসীরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সুবিধাও পাচ্ছেন।