ভালবাসা ভাল নাই

in #bdc4 years ago

IMG_20190729_094317.jpg

আসসালামুআলাইকুম,
আসা করি সবাই ভাল আছেন।
আমরা ভালবাসা বলতে বুঝি বাবা মা, ভাই, বোন, স্বামী স্ত্রী,প্রেমিক প্রেমিকা এদের ভালবাসা।
একটা সময় ছিল যখন প্রেম নিবেদন এর মাধ্যম ছিল চিঠি। তার পর আসলো মোবাইল ফোন, আর এখন ফেসবুক, মেসেঞ্জার, আরও অনেক মাধ্যম। যখন চিঠি দিয়ে প্রেম আদান প্রদান হতো তখন সেই সময়ের ভালবাসা রিয়াল ছিল। আস্তে আস্তে রিয়াল ভালবাসার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে।এখন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না, স্বামী তার স্ত্রীকে। সবাই ভাবতাম সবাই ছেড়ে চলে গেলে বাবা মা ছেড়ে যাবে না। বাবা মার ভালবাসা কারও সাথে তুলনা করা যায় না।
কিন্তু পুরো পৃ থিবী যখন করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক তখন বুঝা গেল কার ভালবাসা কত টুকু। ইতালি থেকে
স্বামী দেশে ফেরার কথা শুনে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়।ভাই বোন দূরে চলে যায়। বিদেশ থেকে যখন টাকা দেশে পাঠায় তখন তাকে ভাল লাগে, আজকে যখন সে করোনা ভাইরাসে আক্রান্ত এখন তার কাছে যেতে ইচ্ছে করে না। অনেক বাবা মা তার সন্তান কে দূরে সড়িয়ে দিচ্ছে। এই করোনা ভাইরাস যদি না আসতো তাহলে বুঝা জেতো না কার ভালবাসা রিয়েল আর কার ভালবাসা ফেক।করোনা ভাইরাস থেকে আমাদের বুঝা উচিৎ এই জিবনে কেউ কারো না। আসছি একা যাবো একা। যে রমণীর পিছে আমরা পড়ে আছি সেই রমণীও আমাদের আমাদের দূরে সড়িয়ে দেয়।

রঙ্গের এই দুনিয়ায় নিয়মের বেড়াজাল

শুদ্ধে মেলে কি রং তামাশা

ভবের এই দুনিয়ায় অনিয়ম বেশামাল

যুদ্ধে হারা যায় সব কোল-আশা

অরে মন ও পাগল মন মনরে ধোকায় পড়িস না।

ভালবাসা কারো মধ্যে নাই, আছে শুধু ভাললাগা, আবেগ।
জানি না এই ভালবাসার শেষ পরিনতি কি হবে।
কালের বিবর্তনে ভালবাসা হারিয়ে যাচ্ছে।

     "ভালবাসা ভালবাসি শুধুই তাকে 

ভালবাসায় ভালবেসে চিরদিন বেধে যে রাখে"
আল্লাহ হাফেজ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন
নিরাপদে ঘরে থাকুন

Sort:  

ettuku kotha likhle cholbe na bondhu.
r akhon 1st er dikey English e post lekh.
international public ra bangla bujhe na.