Ashaa Othoba Nirashaa:[আশা থেকেই নিরাশার জন্ম]

in #bdcontest4 years ago (edited)

Ashaa-কথাটি যেন আর নতুন কিছু নয়।আমাদের মানব জীবন ছুটে চলছে সীমাহীন ঝড়ের ন্যায়। আর সেই সাথে আমাদের জীবনের নিত্যকার চাহিদার শেষ নেই।আমরা একের পর এক সাফল্যের আশা করে থাকি,আর এই আশা থেকেই নিরাশার সৃষ্টি হয়।আশা এবং নিরাশা কথাটি একে অপরের বিপরীত হলেও এরা প্রত্যেক্ষ ভাবে একে অপরের সাথে জরিত।যেখানে লক্ষ্য নেই,সেখানে আশা নেই।আর যেখানে আশা নেই,সেখানে নিরাশা কথাটি মূল্যহীন।
![ সৃষ্টি হয়। কোন কিছু পাই আবার অনেক কিছু না পাওয়াই থেকে যায়।সব কিছু কে জয়লাভ করা হয়তো আমাদের দ্বারা সম্ভব না।যদি সব কিছুকে জয়লাভ করা যেত তাহলে হয়তো পরাজয় শব্দটি থাকতো না।ঠিক তেমনই যেখানে আশা আছে সেখানে নিরাশ হওয়ার সম্ভাবনা আছে।কোন কাজে নিরাশ হয়ে থেমে গেলে চলবে না।কারন থেমে থাকার নাম জীবন নয়।এইতো সেদিনের কথা,ইউনিভার্সিটিতে এডমিশন এক্সাম দিয়ে আসলাম। রেজাল্ট হল,মনে খুব বড় আশা ছিলো যে আমি এডমিশন পেয়ে যাবো।কিন্তু কি হলো মাত্র ১ নম্বরের জন্য ইংরেজিতে ফেল করলাম। রেজাল্ট দেখে দিনের বেলায় যেন অন্ধকার দেখতে লাগলাম।বার বার সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি এডমিশন পেয়ে গেছি? এইদিকে নিজের অন্তরের অন্তস্থল যেন আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।বার বার একটা কথাই মনে হচ্ছিল আমি ব্যর্থ।আমার আশার বদলে আজ আমি নিরাশার সাগরে ডুবে আছি।কোন কিছুতে আশা করতে মনে বড় ভয় লাগে আবার যদি নিরাশ হয়ে যাই!সেই যাত্রায় সকল অভিযোগ নিজের কাধে নিয়ে অন্যান্য জায়গায় এডমিশন দিতে থাকলাম,আর দেশের সুনামধন্য এক জায়গায় এডমিশনও পেয়ে গেলাম।এ আনন্দ যেন কখনো কাউকে বলে বোঝানো যাবে না।
তাই আমি মোটামুটি বুঝতে সক্ষম যে আশা করলে নিরাশ হওয়ার সম্ভাবনা আছে।তাই বলে আশা করা কি অপরাধ?? অবশ্যই না যার পরাজয় আছে সে জয়লাভ করতেও জানে।
আমাদের কাছের মানুষের থেকে আমরা অনেক কিছু আশা করে থাকি হক সে প্রিয়জন আর হক সে পরম আত্তার আত্মীয়।

খুব খারাপ লাগে যখন কাছের মানুষের থেকে আশার বদলে নিরাশ হয়ে ফিরে আসি।

এখন অন্যদের থেকে যথাসম্ভব খুব কমই আশা করি।নিজের পায়ে দাঁড়িয়ে জীবনের অনেকটা পথ পারি দিতে চাই।নিজের পরিবার পরিজন সবাই কে নিয়ে জীবনের অন্তিম সময় পর্যন্ত এক সাথে নিজের আনন্দময় জীবনের প্রতিটি মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করতে চাই।

জীবনে চলার পথে কখনো নিরাশ হয়ে পিছে ফিরে আসবেন না।কে জানে কখন,কোথায় আপনার ভাগ্যের চাকা ঘুরবে।

তবে হ্যাঁ সব দোষ নিজের ভাগ্য কে দিতে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের পরিশ্রমের উপর সব কিছু নির্ভর করে।
আমাদের মানব জীবন,জীবন খেলায় হেরে গেলে,থেমে গেলে চলবে না।সব কজেই জয় পরাজয়ের সম্ভাবনা থাকে।

পরিশেষে বলতে চাই-জীবনে চলার পথে আশা-আকাঙ্ক্ষা থাকবেই।সেই সাথে নিরাশা নতুন কিছু নয়।কোন কাজে নিরাশ হয়ে থেমে থাকার নাম জীবন নয়।যদি লক্ষ্য থাকে তাহলে আশা থাকবে,আর যদি আশা থাকে তাহলে নিরাশ হওয়ার সম্ভাবনা থাকবে।সব মিলিয়েই আমাদের এই মানবজীবন। জীবনের প্রতিটি মুহূর্ত সীমাহীন চাহিদার সৃষ্টি আর সেই থেকে একের পর এক আশা। আর প্রতিটি আশায় যে স্বপ্ন পূরনের রাস্তা হবে এটা ভাবা বোকামি। কিছু ক্ষেত্রে নিরাশ হওয়া খুব দরকার।কারন ব্যর্থতা থেকেই সফলতার রাস্তা তৈরি হয়।তাই নিরাশ হলে জীবনের রাস্তা শেষ হয় না,বরং নতুন রাস্তার দেখা মেলে।তাই জীবনের নিত্যদিনের সঙ্গী হিসেবে আশা-নিরাশা দুটো কেই পাশে রাখতে হবে।
ধন্যবাদ সবাইকে।
নিজে ভালো থাকবেন।
অপরকে ভালো রাখবেন।