Lazeez Dine || Food review vlog || annisha's vlog

in #bdvoter9 months ago (edited)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার ব্লগটা হচ্ছে সুন্দর একটি রেস্টুরেন্ট নিয়ে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে "লাযীয ডাইন"

রেস্টুরেন্টের খাবার গুলো খুবই মজাদার আর এখানে খাবারের দাম গুলো মোটামুটি সাধ্যের মধ্যে। রেস্টুরেন্টের সবচেয়ে বেশি সুন্দর পাঠ হচ্ছে এটির ডেকোরেশনটা খুবই সুন্দর। যারা ফ্রেন্ডস ও ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যেতে চান অথবা খাবার খেতে চান তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন।

এই রেস্টুরেন্টে কম-বেশি সব সময় ভিড় থাকে যেহেতু খাবারের প্রাইস টা নিজের স্বার্থ মধ্যে ও খাবারের মানটাও ভালো সাথে সাথে খুবই সুন্দর ভাবে যেহেতু ডেকোরেশনও করা আছে সেজন্য সবসময় এখানে কমবেশি ভিড় লেগেই থাকে। এখানে আপনারা অনেক রকমের খাবার খেতে পারবেন । এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট ,লাঞ্চ ,ডিনার সবকিছুই করতে পারবেন।

নিম্নে আমি সব বিস্তারিত সহ সকল ছবি দিয়ে রেখেছি।আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মত এখানেই বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।।

Sort:  

হুম,সুন্দর যায়গাটা আমি যাবো ভাবতিছি একবার।।।

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।