দীর্ঘদিন পর

in #blog11 months ago

দীর্ঘ দিন পর ছোটবেলার বন্ধুরা সবাই মিলে ক্রিকেট খেলার সুযোগ হলো। তাও আবার আমাদের দল vs অন্য পাড়ার দল। সত্যি অনেক দিন পর এমন একটা দিন আসবে ভাবতেও পারি নি। লাস্ট কবে এরকম সবাই মিলে ক্রিকেট খেলা হয়েছে মনে পরে না। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে ধীরে ধীরে সবাই আলাদা হতে শুরু হলো। বিভিন্ন অকেশন ও দুই ঈদ ছাড়া সবাই একসাথে হওয়া আর হয়ে ওঠে না। আর এখন তো অনেকে তাদের কর্ম জীবনে ঢুকে গেছে, অনেকে কর্ম জীবনে ঢোকার চেষ্টা করছে। যার জন্য এখন সবাই একসাথে হওয়া টা সত্যিই কষ্টের ব্যাপার। অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেও আমাদের দিনের বেশির ভাগ সময়ই কাটতো একসাথে। তখনকার সময় গুলো এখন সত্যিই অনেক মিস করি। সবাই মিলে যখনতখন যা খুশি করতে পারতাম। আর এখন সময় থাকলেও সেটা হয়ে ওঠে না।

20230626_122247-01.jpeg

সামনে কুরবানীর ঈদ, এই উপলক্ষে আমরা সবাই এখন নিজ শহরে। তাই আমরা সবাই মিলে চিন্তা করলাম একটা ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করা যায়। এই উপলক্ষে আমাদের সবার একটা মিলন মেলা তৈরি হয়ে যাবে নি। এইটা শুনে সবাই সাথে সাথে রাজি হয়ে যায়। তো আমার এক বন্ধু অন্য পাড়ার বন্ধুদের সাথে খেলার একটা আয়োজন করে। খেলা ঠিক করা হয় পরের দিন সকাল ১০ টা থেকে, মানে আজকে সকাল ১০ টা থেকে। যদিও খেলা শুরু করতে করতে ১১ টা বাজে। কারণ সবার মাঠে আসতে আসতে একটু লেট হয়ে যায়। এত দিন পর খেলতে যাবো ভেবেই ভালো লাগতেছিলো। সেই ছোটবেলার দিন গুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুল জীবনে, কলেজ জীবনে কত খেলাধুলা করতাম। প্রত্যেকদিন বিকাল হলেই চলে যেতাম মাঠে, খেলাধুলা করতে।

আর মাঝে মাঝে অন্য পড়ার সাথে খেলা ধরা হতো এগুলো খেলতাম। কত সুন্দরই না ছিল আগের দিন গুলো। তখন জীবনে টেনশন বলতে কিছুই ছিল না। ঘুরতাম ফিরতাম, পড়াশোনা করতাম আর খেলাধুলা করতাম।

20230626_122313-01.jpeg

তবে আজকের দিনটাও অনেক ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম খেলার মাঠে। শুরুতে টসে হেরে ফিল্ডিংয়ে নামি আমরা। যদিও আমরা সবাই অনেক দিন খেলা থেকে বাইরে,মোটামুটি আনফিট বলা চলে আরকি। আমাদের টার্গেট ছিল বিপক্ষ দলের খেলোয়াড়দের ১৪ ওভারে ১০০ রানের মধ্যে আউট করে দিলে আমরা খেলা জিততে পারবো। তবে ১৪ অভার শেষে আমাদের ১১৫ রানের টার্গেট দেয় বিপক্ষ দলের খেলোয়াড়রা। যদিও আমি পার টাইম বোলার হিসেবে ছিলাম। তবে ভালো বল করার কারণে পরে ফুলটাইম হয়ে যাই। 😁 ৩ ওভার বল করার সুযোগ মিলে সাথে ২ টা উইকেটও তুলে নেওয়ার সক্ষমতা হয়।

পরে আমরা ব্যাটিং করতে নেমে প্রথমটা শুরু ভালো হলেও শেষে একটু চাপে পরে যাই আমরা। ৩ ওভারে লাগে ৩৫ রান। তখন নামানো হয় আমাকে। এই চাপের মুহূর্তে চিন্তাও করি নাই আমরা জিততে পারবো। কারণ কত বছর পর ব্যাট হাতে নিলাম মনে পরে না। তারপর ১২ নম্বর ওভারে নেওয়া হয় সাত রান। তখন ২ ওভারে লাগে ২৮ রান, তখন পরে যাই আরও চাপে। তারপর ১৩ নম্বর ওভারে আসে ১৩ রান। লাস্ট ওভারে দরকার পড়ে ১৫ রান। তারপর ছয় ও চার এর এক ঝড়ো ইনিনিংসের মধ্য দিয়ে আমাদেরই জয় হয়। অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে এমন একটা খেলা খেলতে পারবো সত্যিই চিন্তা করি নি। তাও আবার সেটা শেষ হলো জয় দিয়ে। জীবনে মাঝে মাঝে অনেক সময় এমন এমন মুহুর্ত চলে আসে যেটা আমরা কখনো চিন্তাও করি না। কিন্তু হঠাৎ করে চলে আসে।

Sort:  

Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 500 upvotes.
Your next target is to reach 600 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Hive Power Up Day - July 1st 2023
Announcing the Travel Reimbursement Fund for HiveFest⁸