Salar De Uyuni Bolivia--কাঁচের ভূমি সালার দে ইউনি ভলিভিয়া

in #bolivia5 years ago

Salar De Uyuni Bolivia

পৃথিবীতে অনেক সুন্দর ও আশ্চর্য জায়গা রয়েছে। যেগুলু দেখলে আমি মুগ্ধই হবেন না, বরং আশ্চর্যও হতে হবে। দৃষ্টিনন্দন এই স্থানগুলু সবই প্রাকৃতিক। আজকে আমরা যে স্থানটির কথা জানবো, পৃথিবীতে এমন স্থান হয়তো এই একটিই আছে।

সেটা হল ভলিভিয়ার সালার দে ইউনি (Salar De Uyuni)। এর অবস্থান দক্ষিন আমেরিকার আল্টিপ্লানো নামের জায়গার এক পার্শে। এর আয়তন ৪০৮৬ বর্গমাইল বা ১০৫৮২ বর্গ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৬৫৬ মিটার । এই স্থানটির বৈশিষ্ট্য হচ্ছে এর সমভূমি কাঁচের মত স্বচ্ছ। আকাশের প্রতিফলনের পুরো চিত্র এই সমভূমিতে ফুটে ওঠে। এর কারন হল এই সমভূমিতে ৫০-৭০% এর বেশি লিথিয়াম আছে। লিথিয়াম সংগ্রহের জন্য এই জায়গা সব সময় পরিস্কার রাখা হয়। যে কারনে এটি দেখতে কাঁচের মত স্বচ্ছ। এখানে লবনের যে উপাদান থাকে (সোডিয়াম,পটাশিয়াম, লিথিয়াম) এর মধ্যে লিথিয়ামের পরিমান বেশি। এখানে ম্যাগনেসিয়ামের পরিমান অনেক যার পরিমান আনুমানিক ৮৫-৯০ লক্ষ টন। এখান থেকে বছরে প্রায় ২৫ লক্ষ টন লবন উৎপন্ন করা হয়ে থাকে।