শহীদ সিরাজ লেক / নীলাদ্রি লেক টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ।

in #busy6 years ago

FB_IMG_1530072603601.jpg

FB_IMG_1530072592162.jpg
FB_IMG_1530072600219.jpg

FB_IMG_1530072595851.jpg

যারা দূরে ঘুরতে যেতে অভ্যস্ত বা যেতে চান তারা দেখে আসতে পারেন। একটা জায়গাতেই পাহাড়, মেঘ, নদী, লেক আর সবুজের সমাহার পাবেন। আমার অনেক ভালো লেগেছে। আশাকরি দূর পাহার গুলোর সাথে মেঘের লেপ্টে থাকা দৃশ্য দেখে আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। ছবিতে যে পাহারগুলো দেখা যাচ্ছে সবগুলোই ইন্ডিয়ার ভিতরে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

যাতায়াত : ঢাকা - সুনামগঞ্জের সুরমা ব্রিজ পার হয়ে ডান দিকের রাস্তা ধরে পলাশ বাজার, ধনপুর বাজার পেরিয়ে লাউরগড় বর্ডার ক্যাম্প। ক্যাম্পের সাথেই খেয়া ঘাট। ঘাট পার হলেই বারিক্কা টিলা। (বাইক পার করা যাবে) টিলার রাস্তা ধরে ১০ কিমি সামনেই শহীদ সিরাজ লেক। সুরমা ব্রিজের উপরে ভাড়ায় চালিত মটর সাইকেল পাওয়া যায়। ওদের নিয়ে গেলে সময় কম লাগবে অন্যথায় রাস্তা ভুল করার সম্ভাবনা থাকতে পারে।

বি:দ্র: সুন্দর জায়গাগুলোতে আবর্জনা ফেলে অসুন্দর না করি।