Ongon cafe

in #cafe6 years ago

প্লেস: অঙন
লোকেশন: খিলগাও চৌধুরিপাড়া।
আইটেম : ব্যুফে, ৩৯৯ টাকা
৩৯৯ টাকায় এর থেকে ভালো ব্যুফে আমি কোথাও পাইনি। অলমোস্ট অব আইটেম ই ভালো ছিল।
এপেটাইজার্স এ ছিল থাই স্যুপ, কর্ন স্যুপ, পাপড় ও ফ্রেঞ্চ ফ্রাই। পাপড় রুপি অন্থন এ চিকেন ছিলনা :(। থাই স্যুপ টা একটু পাতলা তবে খেতে মজা। আর ফ্রেঞ্চ ফ্রাই তো । সব মিলিয়ে এপেটাইজার এ ৬.৫/১০।

image

মেইন কোর্স এ ছিল ফ্রাইড রাইস, বাসমতি পোলাউ, হায়দ্রাবাদি বিরিয়ানি, ফিশ মাসালা, চিকেন চিলি, বিফ চিলি,ভেজ কারি, চাওমিন, চিকেন ফ্রাই, তান্দুরি ও নান। পোলাউ এর আইটেম সব ই বেশ ভালো ছিল। স্পেশালি পোলাউ টা। অনেক টেস্টি। চিলি কারী ২ টা একি পদের। শুধু মাংস ভিন্ন। ভেজ কারি ও ফিশ মাসালা টা ভালো লেগেছে বেশি। চাওমিন টাও ভালো। ফ্রাই তান্দুরি টেস্টি এনাফ। রেটিং ৮/১০
ডেজার্ট এ ছিল শাহি টুকড়া, লাচ্ছা সেমাই ও ফিরনি। শাহী টুকড়া টা যথেষ্ট ক্রিমি ছিল। আর বাদাম ও ছিল।এতে। বাকি গুলো ভালো লাগেনি। ৬/১০ রেটিং।
সবশেষে নিয়েছিলাম ব্ল্যাক টি। এতে লবঙ এর স্বাদ ছিল।
এমন দামে ভালো কোয়ালিটি সম্পন্ন ব্যুফে আসলে খুব কম ই আছে। অফার টি চলবে আর মাত্র ২ দিন।