পরিবেশের ভারসাম্য রক্ষায় আখের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা

পরিবেশ রক্ষায় আমাদের দেশের পাখির গুরুত্ব অপরিসীম। পাখি আল্লাহ তালার দান।পাখি আমাদের পরিবেশ রক্ষায় একটি অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।পরিবেশ রক্ষায় পাখির গুরুতর কথা বলে শেষ করা যাবেনা। আমাদের দেশে নানা ধরনের পাখির সমাগম ঘটে

  • নাম জানা এবং অজানা এত পাখি আমাদের এই বিশ্বে সমাদৃত হয়েছে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বিভিন্ন পাখির রয়েছে বিভিন্ন ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য

আমার মনে হয় না যে পৃথিবীতে এখনো এমন কোন লোক আছে যে সে পাখি ভালোবাসে না।ছোট-বড় বৃদ্ধ কচিকাঁচা বালক-বালিকা কিশোর এমনকি অনেক বড় মানুষ থাকে অনেক ভালোবাসে। পাখি তবে মাংসাশী পাখি হিসেবে ব্যবহার করতে পারেন। পাখির মাংস একটি অত্যন্ত জনপ্রিয় এবং মাছ মাংস দিয়ে থাকে

আসল কথা বলতে কি পাখি হলো মহান আল্লাহতালা সৃষ্টি এক অপরিসীম নীলা।আপনি চারিপাশে যতই দেখি ততই আপনার মনকে মুগ্ধ করবে এবং আপনি ততই মুগ্ধ হয়ে যাবেন।আমাদের দেশে বিভিন্ন রকমের পাখি পাওয়া গেলেও সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে অতিথি পাখি দেখা যায়। যেগুলো প্রতিদান দুনিয়া এবং কালারফুল আখি

এসকল বিভিন্ন পাখি রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য।হুগলি সেতুর পাখিটি রচনা যদি আমি বলতে চাই তাহলে আজকের এই পুরো রাত কেটে যাবে তবু আমার এই পাখির বর্ণনা শেষ করা যাবেনা।অতএব আপনি যদি কোনো ভালোমানের লোক হয়ে থাকেন কিংবা দেশ প্রেমিক কিংবা সচেতন লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বলবেন পাখির গুরুত্ব কত। এবং পৃথিবী ভারসাম্য রক্ষায় পাখিটা পাখি আমাদের গত সাহায্য এবং সহযোগিতা করে আসে

উপদেশ মূলক কিছু কথা

  • আমরা কখনই পাখি মারব না
  • কোথাও যদি কেউ পাখি মানে তাহলে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব
  • পাখি আমাদের প্রাকৃতিক সম্পদ তাই নিজ নিজ সম্পদ ভেবে আমরা পাখি সংরক্ষণ করব এবং এর নিধন থেকে আমরা নিজেকে এবং অপরকে বিরত থাকার জন্য অনুরোধ জানাবো
  • আপনার ঘরে কিংবা বাসায় যদি পাখি যদি বাসা বাঁধে কিংবা পাখি যদি কিছু খাবার জন্য আসে অবশ্যই আমরা সে পাখি মারব না
  • তবে সে ক্ষেত্রে আপনি যদি মাংসাশী কোন বড় ধরনের পাখি মাংস হিসেবে পেতে চান তাহলে আপনাকে সে বিষয়ে অবশ্যই সরকারি অনুমতি নিয়ে সেটা গ্রহণ করতে হবে
  • আসুন পাখি নিধন বন্ধ করে এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়ি

Image source:/)https://www.pexels.com/search/bird/

Posted using Partiko Android