করোনায় ২১% চিকিৎসক উদ্বেগে

in #corona5 years ago

image.png

গত বছরের মার্চে দেশে যখন করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়, তখন চিকিৎসক মো. আল-ইমরানের স্ত্রী এক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিজের চেয়ে স্ত্রী, অনাগত প্রথম সন্তান আর বয়স্ক মা–বাবার জন্য উদ্বেগ বোধ করতেন বেশি। কর্মস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁওয়ে তাঁর মা–বাবা থাকতেন। আগে প্রতি সপ্তাহে বাড়ি গেলেও করোনাকালের শুরুতে প্রায় তিন মাস তিনি বাড়ি যাননি। একধরনের ভয় কাজ করত।