এশিয়া কাপ

in #cricket6 years ago

এবারের এশিয়া কাপে দলে নতুন মুখ মিঠুন। যে কিনা under-19 ক্রিকেট দলে ক্যাপ্টেন ছিল। মারমুখি ব্যাটিং করে সিলেকশন কমিটির নান্নু বলেছেন মিঠুনকে দলে নেওয়া হয়েছে সে ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটার ঠিকমতো তৈরি হতে পারে তাই তাকে দলে সুযোগ দেয়া হয়েছে।

এটা মনে করার কোনো কারণ নেই যে সে নতুন তাকে এই কঠিন টুর্ণামেন্টে না দেওয়া উচিত। তার মানসিকটা তৈরি হবে সে অনেক হার্ড হিটার ব্যাটসম্যান সে লাস্টের দলগুলোতে ছয় মারতে পারে। আমরা আশাবাদী তার দলের প্রয়োজনে খুব ভালো ভূমিকা পালন করবে।

আমিও মনে করি যে মিঠুনকে দলে নেওয়া খুব ভালো একটি সিদ্ধান্ত। কেননা বাংলাদেশ দলের ব্যাটিং লাইনে শেষের দিকে তেমন কোন প্লেয়ার নেই তাড়াতাড়ি রান করতে পারে। সে দিক থেকে মিথুন কে যদি দলে নেওয়া হয় সে যদি ভাল কোন ইনিংস খেলতে পারে তাহলে সেটা ভালই হবে।