Hello Friends How are you?

in #english7 years ago

সহজে ইংরেজি শিক্ষা
যাহা উল্টো তাহাই পাল্টা
শিখে রাখুন, কাজে লাগবে।

Upset (v) = হতভম্ব হওয়া।
Set Up (v) = স্হাপন করা।
Income (n) = আয়।
Come In (v)= ভিতরে প্রবেশ করা।
Output (n) = উৎপাদন।
Put Out (v) = নিভিয়ে ফেলা।
Overcome (v) = অতিক্রম করা, জয় করা।
Come Over (v) = মনে আসা, পক্ষ পরিবর্তন করা।
Outlook (n) = দৃষ্টিভঙ্গি।
Look Out (v) = বাইরে তাকানো।
Outcome (n) = ফলাফল, পরিণাম।
Come Out (v) = প্রকাশিত হওয়া।
Outgo (n) = খরচপত্র।
Go Out (v) = বাইরে যাওয়া।
Outcast (adj) = সমাজচ্যুত ভবঘুরে।
Cast Out (v) = বহিষ্কার বা প্রত্যাখ্যান করা।
Outset (n) = শুরু।
Set Out (v) = যাত্রা করা।
Onset (n) = প্রবল আক্রমণ।
Set On (v) =লাগিয়ে দেয়া।