Women's rights in islam

in #esteem6 years ago

নারীদিবস স্পেশাল... :)

● রাসুল ( সঃ ) জিহাদ থেকে ফিরেছেন..............যুদ্ধক্লান্ত শরীরে হযরত আয়েশা ( রাঃ ) কে বললেন- " আমাকে কিছু খেতে দাও !! "
.
হযরত আয়েশা ( রাঃ ) মলিন মুখে জানালেন- " ঘরে কোনো রান্না নাই............সামান্য কিছু যব আর তরকারী রয়েছে !! আপনি অপেক্ষা করুন.............আমি পাক করে আনছি !! "
.
হযরত আয়েশা ( রাঃ ) যব পিষতে বসে দেখলেন- রাসুল ( সঃ ) ক্লান্ত শরীর নিয়েই তরকারী কাটতে বসে গেছেন !!
.
যুদ্ধের ময়দান থেকে ফিরে ঘরে কোনো খাবার নাই দেখে সামান্য উচ্চবাচ্যও করলেন না !!
.
● হযরত আয়েশা ( রাঃ ) বলেছেন- " আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম আল্লাহ্‌র রাসুল আজীবন ওই একই জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছেন !! "
.
● নবীজী ( সঃ ) কখনো কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা ( রাঃ ) এর কাছ থেকে বিদায় নিতেন................আবার সফর থেকে বাসায় ফিরে সবার আগে সাক্ষাৎ করতেন ফাতেমা ( রাঃ ) এর সাথে !!
.
যেনো ফাতেমা ( রাঃ ) কে না দেখে থাকার ডিউরেশন সর্বনিম্ন হয় !!
.
আল্লাহ্‌র রাসুল স্বয়ং নিজ কন্যার ব্যাপারে এইরকম ছেলেমানুষি আবেগ দেখিয়ে গেছেন..............আমি আপনি কোন ছাড় !!??
.
● আইয়্যামে জাহিলিয়া যুগে কন্যাসন্তান জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যেতো............জন্মের সঙ্গে সঙ্গেই জ্যান্ত পুঁতে ফেলা হতো নিষ্পাপ মেয়েটাকে !!
.
এইরকম জামানায় দাঁড়িয়ে রাসুল ( সঃ ) ঘোষণা করে দিলেন- কন্যাসন্তান সৌভাগ্যের প্রতীক...............কেউ যদি তার এক অথবা ততোধিক কন্যাসন্তানকে প্রতিপালনের পর উপযুক্ত পাত্রস্থ করতে পারে তাহলে সেই পিতার জন্যে বিনা হিসাবে জান্নাত !!
.
তিনি আরও বললেন- " আইয়্যামে জাহিলিয়া যুগের জ্যান্ত সমাহিত সকল মেয়েশিশু জান্নাতী !! "
.
● হযরত উমারের ( রাঃ ) খেলাফত চলছে..............এক লোক তার স্ত্রীর চ্যাঁচামেচিতে ত্যক্ত-বিরক্ত হয়ে ফোঁসতে ফোঁসতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন !!
.
তিনি হযরত উমার ( রাঃ ) এর বাসার দিকে আগাচ্ছেন তাঁর কাছে নালিশ জানাবেন বলে !!
.
হযরত উমার ( রাঃ ) এর বাসার দজার বাইরে দাঁড়িয়ে তিনি শুনতে পেলেন- ভেতরে তুমুল হট্টগোল.................উমারের ( রাঃ ) স্ত্রী একতরফাভাবে চিৎকার করছেন অথচ বজ্রকঠিন মেজাজের উমার ( রাঃ ) একদম চুপ !!
.
হযরত উমার ( রাঃ ) দরজা খুলে বেরিয়ে এলেন !! ওই লোক বললেন- " আমি আপনার কাছে নালিশ জানাতে এসেছিলাম কিন্তু আপনার ঘরের অবস্থা তো দেখি আমার চেয়েও সাংঘাতিক !! "
.
হযরত উমার ( রাঃ ) স্মিতহাস্যে বললেন - " ঘরে ফিরে যাও.............তোমার স্ত্রী তোমার অবর্তমানে ঘরের হেফাজত করে, সন্তান প্রতিপালন করে, পুরো পরিবারের জন্যে খাবার রান্না করে..................এতোটুকুন রাগ করার অধিকার তার আছে !! "
.
● আমার খুব প্রিয় দু'টো হাদীস দিয়ে লেখা শেষ করি-
.
এক, " পুরুষের সৌভাগ্যের চিহ্ন হলো চারটি- পুণ্যবতী স্ত্রী, প্রশস্ত বাড়ি, সৎ প্রতিবেশী এবং উন্নত বাহন !! "
.
দুই, " মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত !! "

image
.
ইসলামে কোন ' নারী দিবস ' নামে আলাদা কোনো দিবস নাই বুঝতে পারছেন !!??
.
পাদটীকাঃ
.
কী রকম মেয়ে বিয়ে করা উচিত- এই ব্যাপারে নির্দেশনা জানিয়ে হাদীসে এসেছে- - " কালো দাসী ধার্মিক হলে সে সুরূপা বেদ্বীন অপেক্ষা উত্তম !! "
.
এই হাদীসটা ধারণ করতে পারলে এখনই ' ফেয়ার অ্যান্ড লাভলী ' জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিবে অনেকে................সত্যিকারের নারীমুক্তি ঘটবে তখন :)

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.facebook.com/dr.ruhan/

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!