ডালিম বেদেনা আনার

in #esteem6 years ago (edited)

image

ডালিম নামটি সকলের সাথেই পরিচিত। আমাদের সকলেরই এই ফলটি অনেক প্রিয়। ডালিমের উন্নত জাতই হল আনার বা বেদানা। ছোট বড় সকলেরই পছন্দ এই ফল। আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় বা উঠোনে চাষ করতে পারেন এই ফলের। এটা বাড়িতে চাষ করা খুবই সোজা। আসুন জেনে নেই কিভাবে আপনি এটাকে বাড়িতে চাষ করবেন।
image

ডালিম আনার বা বেদানার বীজ বা চারা লাগানোর ক্ষেত্রে ২টি নিয়ম আছে। ১টি হল বীজ থেকে অপরটি হল কলম চারা থেকে। তবে বীজ থেকে চারা রোপন পদ্ধতিতে গাছের মাতৃগুনাগুন নষ্ট হয় এবং সঠিক ফলন পাওয়া যায় না। তাই এক্ষেত্রে কলম চারা লাগানোই উত্তম। তাই চারা লাগানোর আগে টবের মাটিকে গোবর, টি,এস,পি সার, পটাশ সার, এবং হাড়ের গুড়া একত্রে মিশিয়ে উক্ত পাত্রে রখে দিতে হবে কয়েকদিন। এর কিছু দিন পর আবার উক্ত মাটিকে খুচিয়ে দিয়ে রেখে দিতে হবে ৪ অথবা ৫ দিন। এর পর মাটি ঝুরঝুরা হলে উক্ত কলম চারাটি এনে টবে স্থাপন করতে হবে। ডালিম চারা টবে স্থাপনের পরে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পরবর্তীতে পানি বেশী করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে। টব এর দ্বারা ছাদে গাছ রপন করতে পারবেন