photography my village part -6

in #esteem6 years ago (edited)

অামাদের গ্রামের নাম মাছিমপুর। পিরোজপুর জেলায় অবস্থিত। প্রতিটি মানুষের কাছে তার গ্রাম খুবই প্রিয়।অামার কাছে অামার গ্রামটি পৃথিবীর সবচেয়ে পবিত্র মনোরম। অামাদের গ্রামখানি ছবির মতন।অামার গ্রামের কাছে একটি নদী বয়ে গেছে।অামাদের গ্রামের পাশেই একটি বিরাট বিল অাছে।বিলে প্রচুর ছোট বড় মাছ পাওয়া যায়।তাছাড়া গ্রাম জুড়ে রয়েছে ফসলের মাঠ।এখানে মুসলিম হিন্দু উভয় সম্প্রদায় লোক এবং অন্যান্য সম্প্রদায় লোকেরা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছে।অামাদের গ্রামের অায়তন প্রায় দশ বর্গমাইল। লোক সংখ্যা প্রায় ১২ হাজার লোক বসবাস করে।অামাদের গ্রামে কৃষি জমির পরিমান বেশি।অধিকাংশই কৃষক তাছাড়া অামাদের গ্রামে কামার,কুমার,জেলে, তাতী ব্যবসায়ী চাকুরিজীবি, ডাক্তার রয়েছে। গ্রামে কয়েকটি বিদ্যালয় অাছে,পরিবার পরিকল্পনা ক্লিনিক রয়েছে।অামাদের গ্রামে বাজার অাছে।অামাদের গ্রাম খুব সুন্দর। অামাদের গ্রামের যে দিকে চোখ যায়, অাম,কাঠাল,লিচু, নারিকেল, সুপারি,তালগাছ এবং নানা রকম রকমের গাছ দেখা যায়।অামাদের মাছিমপুর গ্রাম শিক্ষা, সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশের সেরা গ্রামসমূহের একটি।অামি নিজেকে ধন্য মনে করি।
image

Sort:  

it is nice post.