Ricebowl

in #food6 years ago

আমার অন্যতম পছন্দের খাবার!

আইটেম : রাইসবোল
প্লেস : ডক্টর ডি (Dr.D), সিমান্ত স্কয়ার!
এনভায়রনমেন্ট : ৮/১০ ( নিচের থেকে রুফটপটা অনেক বেশি সুন্দর 😍😍 )
টেস্ট : ৮.৯৫/১০ ( নিজস্ব টেস্ট। সবার কাছে এক নাও লাগতে পারে )
দাম : ১৬০ টাকা
সার্ভিস : ৬/১০ ( এখন ফুডকোর্ট ৬ তলায় নেয়ার পর কারোর নিজেদের স্পেসিফিক জায়গা নেই। তাই যে যেভাবে পারে সেভাবে মানুষ বসাচ্ছে, একজনার অর্ডার অন্য একজন নিচ্ছে দিচ্ছে। আবার এই নিয়ে ঝামেলা হচ্ছে। পুরাই আনরগানাইসড একটা সিচুয়েশন এখন! )