Beaf boti kabab

in #food6 years ago

আমার এতো ঘুরাঘুরির শখ, তাও এতটুকু পথ গাড়িতে চড়ে কোথাও গেলেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়। তার পরেও গুরিংফিরিং কিন্তু থেমে নেই, ফুডিজ গ্রুফে এত এত রিভিউ দেখে চলে গেলাম Escafe Cafe তে,,।
image নিয়ম মতন মাইজদী থেকে এইটুকু পথ গিয়েই শুরু হলো আমার মাথার যন্ত্রণা,, কিছুক্ষণ পর যন্ত্রণাটা কমলো। এরপর আরাম করেই খাবার গেলাম। খাওয়া শেষ হতেই শুরু হলো ঝড় এরপর বৃষ্টি, কত সুন্দর ব্যাপার, বাট আমি উপভোগ করতে পারলাম নাহ, আবার গাড়িতে চড়ার সাথে সাথে শুরু হলো মাথার যন্ত্রণা, বাড়ি ফিরে আমি কুপোকাত হয়ে লম্বা ঘুম দিলাম, ঘুম থেকে উঠলাম পরদিন দুপুরে। এই ছিল Escafe Cafe তে গিয়ে আমার অবস্থা