Pizza yummy 😋

in #food6 years ago

সিলেট ফুডিজ এ এটা সেকেন্ড রিভিউ, নরমালি বাইরে খাওয়া হয় প্রায়ই কিন্তু রিভিউ লেখা হয় না নানা কারণেই। রোজ লিফ এ সবধরণের ১২" পিৎজায় ৪০% ডিস্কাউন্ট অফার দেখে বান্ধবীর পরামর্শে পিৎজা খেতে যাওয়ার প্ল্যান। কিন্তু নামটা শুনে কেন জানি বার বার মনে হচ্ছিল, হয়তো কোন চাইনিজ রেস্টুরেন্ট টাইপ কিছু তে নিয়ে যাচ্ছে। ভুল ভাঙল যাওয়ার পর, সুন্দর সাজানো-গোছানো খোলামেলা আর আলো-বাতাস
পূর্ণ একটা রেস্টুরেন্ট এবং অবশ্যই অনেক বেশি কম্ফোর্টেবল।
image গতদিন লাঞ্চ টাইমে গেছিলাম আমরা, যাওয়ার সাথে সাথেই ভাইয়া অর্ডার নিতে আসেন আর অর্ডার দেয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই আমাদের পিৎজা চলে আসে। এর আগে একবার এসে টমেটো কেচাপ আর গার্লিক হোয়াইট সস দিয়ে যান। উনাদের হোয়াইট সসটা দারুণ এক কথায়, আমরা একবার শেষ করার পর আরেকবার দিতে বলছিলাম! এবার আসি পিৎজায়, পিৎজা একদম পারফেক্টলি কুকড আর সফট ছিল, সাথে পর্যাপ্ত চিকেন, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, সসেজ। তবে আমরা তিন জনই বেশি চিজ লাভার হওয়ায় চিজের পরিমাণ একটু কম মনে হয়েছে আমাদের কাছে এবং ক্রাস্টও কম ছিল; এছাড়া টেস্টের দিক থেকে বাদবাকি সব পারফেক্ট! গতকালকে আমার আরো কয়েকজন ফ্রেণ্ড রা গিয়ে খেয়ে আসছে, সবাই ই বলছে পিৎজাটা সেরা ছিল একদম

Sort:  

Amazing food Post

looikng so delcious,