জিদানের শেষ দেখছে রিয়ালের সমর্থকেরা

in #football3 years ago

image.png

কী এক দুঃসময়ই না যাচ্ছে রিয়াল মাদ্রিদ আর জিনেদিন জিদানের। লা লিগায় কদিন পরপরই ম্যাচ হারছে বা ড্র করছে জিদানের রিয়াল। পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকলেও অবস্থানটা খুব বেশি পোক্ত নয় তাদের। ১৮ ম্যাচ খেলে পয়েন্ট ৩৭ পয়েন্ট রিয়ালের। দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা অ্যাথলেটিক মাদ্রিদের পয়েন্ট ৪১। এর মধ্যেই কিনা আরেকটি বড় ধাক্কা খেলেন জিদান। গত পরশু তাঁর দল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে ছিটকে পড়েছে স্প্যানিশ সুপার কাপ থেকে।

এই হারের পর তো জিদানের বার্নাব্যু-ভবিষ্যৎ নিয়েই শঙ্কা জেগেছে! কেউ বলছেন, এবার আর শেষরক্ষা হচ্ছে না জিদানের, চাকরিটা বুঝি গেল! এমন গুঞ্জনের স্রোত দেখে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা একটি জরিপ করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে রিয়ালের হেরে যাওয়ার পর।

বিজ্ঞাপন