A computer teacher is teaching computers by drawing pictures.

in #ghana6 years ago

সুদূর আফ্রিকা মহাদেশে এর ঘানার কুমাসি শহরের এক শিক্ষক তার এক স্কুলের ছাত্রদের কম্পিউটার শিক্ষা দিচ্ছে ব্ল্যাক বোর্ডে কম্পিউটারের ছবি একেঁ। সম্প্রতি এই রকম একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। সেই ছবিটি দেখে সবাই সেই শিক্ষকের ভূয়সী প্রশংসা করে। তার এই চেষ্টাকে সবাই সম্মান দেয়। এবং অনেকেই অবাক হয় যে বর্তমান সময়ে স্কুলে কোন রুপ কম্পিউটার নেই জেনে। এই খবর জেনে ভারতের একটি প্রতিষ্ঠান সেই স্কুলে ৫টি কম্পিউটার ও ১টি ল্যাপটপ দিয়েছে স্কুলের ছাত্রদের জন্য। এতে স্কুলের সবাই খুশি।