You are viewing a single comment's thread from:

RE: Cleanplanet 🌍🌍🌍 17 February 2020

in Threespeak - OLD6 years ago

ভাই আমাদের এলাকার মানুষের সমস্যা আছে, আপনাকে একদিন একটা ভিডিও করে দেখাবো। আমি পরিষ্কার করলাম, ২-৩ দিন পর সেম জায়গায় যেয়ে দেখবেন আবার আগের মত পরিস্থিতি। মানে কি বলবো ভাষা খুঁজে পাই না। প্রত্যেকটা বাড়ি সামনে ডাস্টবিন রয়েছে৷ কেউ ডাস্টবিন ব্যবহার করে না। যেখানে সেখানে ময়লা ফেলে রাখে। বাসার জানালা বেলকনি থেকে ময়লা ফেল দেয় বাড়ির সামনে ও পিছনে। সারাজীবন ও যদি পরিষ্কার করেন কাজ শেষ হবে না। আমরা আবাসিক এলাকায় থাকি তো। তাই কাউকে কিছু বলাও যায় না। সরকারী লোক বুঝেনি তো। কিছু বললে বলে এগুলো কি তোমাদের কাজ। সিটিকর্পোরেশনের লোক এসে মাসে মাসে পরিষ্কার করে রেখে যাবে। টাকা মাস মাস। আর কি বলবেন সেখানে ভাই।

Sort:  

Jonogon e jodi ososeton hoi tahole ar kicu korar thake na..eder bas dawa usit

ঠিকই বলছস। এগুলো পরিষ্কার করতে দেখে ওরা ভাববে পাগল হইছে নাকি! কিন্তু আসলে সবাই যদি একটু সচেতন থাকত কেলোকাটা আজকে আরও পরিষ্কার থাকত

Posted using Partiko Android

হ্যা। মানুষ অসচেতন হলে সারাবছর পরিষ্কার করে লাভ নেই। অপরিষ্কারই থেকে যাবে।