Visiting Fish Fair And Snake Corner With Family

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা ট্যুর হয়ে গেল। ট্যুর বেশি দূরে না হলেও জায়গাটা ছিল দার্শনিক। জায়গাটির নাম হচ্ছে "Fish Fair And Snake Corner"..এটি গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানা একদম সামনে।

এইখানে আপনারা দেখতে পাবেন কয়েক প্রজাতির সাপ আরও থাকছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ । এখানে রয়েছে কচ্ছপ,গোল্ডেন ফিস,ডলফিন,তিমি,ইলেকট্রিক ফিস, অক্টোপাস, বোয়াল,শোল,রিটা,পোটকা, পিরানহা,এ্যারনা,রূপচাঁদা, ভোলা,ভাঙ্গড়,কাঁকড়া আারও অনেক প্রজাতির মাছ রয়েছে। এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের সাপ যেমন আজগর, কিং কোবরা,কেউটো,খোয়ে কেউটো।

এই চিড়িয়াখানাটি খুলনা জেলার গিলাতলা নামক একটি স্থানে অবস্থিত। খুলনা- যশোর মহাসড়কের গিলাতলায় জাহানাবাদ সেনানিবাসের নিয়ন্ত্রণাধীন এই স্থানটি ।

এই স্থানটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য প্রতি জনের জন্য ২০ টাকা । চিড়িয়াখানার পাশ দিয়েই গড়ে উঠেছে বনবিলাস শিশুপার্ক। কোভিড-১৯ জন্য শতভাগ শিশুপার্ক বন্ধ থাকলেও গিলাতলা বনবিলাশ চিড়িয়াখানা ও ফিশ ফেয়ার টি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে। জায়গাটি খুবই মনোরম এবং খুলনা ও যশোরের ভিতর জায়গাটির খুব স্বনামধন্য রয়েছে।

নিম্নে আমি সকল মাছ ও সাপের ছবি দিয়ে রেখেছি।আজকে পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

IMG_20210904_162618.jpg

IMG_20210904_162153.jpg

IMG_20210904_163047.jpg

IMG_20210904_163005.jpg

IMG_20210904_162133.jpg

IMG_20210904_162843.jpg

IMG_20210904_162347.jpg

IMG_20210904_162915.jpg

IMG_20210904_162138.jpg

IMG_20210904_162731.jpg

IMG_20210904_162847.jpg

IMG_20210904_162238.jpg

IMG_20210904_162337.jpg

IMG_20210904_162040.jpg

IMG_20210904_162823.jpg

IMG_20210904_162031.jpg

IMG_20210904_162204.jpg

IMG_20210904_163111.jpg

IMG_20210904_162022.jpg

IMG_20210904_162417.jpg

IMG_20210904_162121.jpg

IMG_20210904_162214.jpg

IMG_20210904_162118.jpg

IMG_20210904_162057.jpg

IMG_20210904_162332.jpg

IMG_20210904_162958.jpg

IMG_20210904_162420.jpg

IMG_20210904_162453.jpg