প্রবাসের হালচালঃ একজন হাত-ভাঙ্গা রুগীর গল্প

in Hive Bangladesh3 years ago (edited)

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম! কেমন আছে সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি হাফিজ, ওমানে থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রবাসের হাল-চাল সিরিজের আজকের এই পোষ্টে আমি একজন বাংলাদেশী হাত ভাঙ্গা রুগীর গল্প শোনাব আপনাদের। সাথেই থাকুন!

img_0.3708313406017054.jpg

কোন fracture বা হাড্ডি ভেংগে যাওয়া হচ্ছে একটা orthopaedic emergency কেইস। ভাঙ্গা অংশটা ঠিকমত (পজিশন মত) বসিয়ে প্লাস্টার করে দেয়া লাগে যেন ঐ অংশটুকু নড়াচড়া না করে। এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাংগা হাড্ডি আবার জোড়া লেগে যায়। কিন্তু প্লাস্টার না করলে অনেক ধরনের জটিলতা হতে পারে। আমার আজকের রুগীও অনেকটা জটিলতার পথেই ধাবিত হচ্ছে। চলুন শোনা যাক তার ইতিহাস। নিচে রুগীর এক্স-রে টা সংযুক্ত করে দিলাম।

img_0.4130011718839642.jpg
the X-rays show fracture at the shift of left Ulna; one of the two bones of the forearm.

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।


▶️ 3Speak

Sort:  

Ji Vai bishoyti amader desher onek manush ase jara bujte chaina, karon amader desher odikangsho manush ekhono jhar fook and kabiraji treatment e bishswash koren.
Ami dekhesi onekei porbortite besh jotil jhamelay porese, sudu matro right time plaster na koranor Karone.
Thanks for sharing 😊

হ্যা ভাই। ঝাড়ফুক বা কবিরাজ দেখানো, এটা এখানে ওমানেও আছে। ওমানীরাও মাঝে মাঝে এটা করেন। তবে আজকের রুগী অন্য কারণে অবজ্ঞা বা অবহেলা করেছে।

ধন্যবাদ ভিডিও দেখা এবং কমেন্ট করার জন্যে।
!ENGAGE 25

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

You cannot sent token to yourself.