Know the Behind Reason || Clear Your Own Position [Part-1]

in Hive Bangladesh3 years ago

▶️ Watch on 3Speak


কাজের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সকলের প্রথম পছন্দ টিম ওয়ার্ক, কারন যে কোন কাজের ক্ষেত্রে টিম ওয়ার্ক সফলতা অর্জনের ক্ষেত্রকে সহজ করে দেয়। যার কারনে আমরা সবাই নানা ক্ষেত্রে নানা সময় টিমওয়াইজ করার করার চেষ্টা করি। কিন্তু সফলতাতো দূরের কথা একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের সে টিম সঠিক অবস্থানে থাকে না, বরং নানা কারনে তা ভেঙ্গে যায়।

Teamwork is everyone's first choice for success at work, because teamwork makes any field of work easier. This is why we all try to team wise at different times in different cases. But success is far from certain. After a certain period of time, our team is not in the right position, but it breaks down due to various reasons.

যেহেতু আমি সব সময় টিম ওয়াইজ কাজ করার চেষ্টা করেছি এবং নানা সময় নানা গ্রুপে এ্যাকটিভ থেকেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছে, টিমওয়ার্ক এর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবো। কারন বিষয়গুলোর ব্যাপারে যদি আমরা সতর্ক হতে পারি, তবে টিমওয়াইজ কাজ করার ক্ষেত্রে সমস্যাগুলো দূর করা সহজ হবে আমাদের জন্য।

Since I have always tried to work team wise and have been active in various groups at different times. So I decided to share my own experience, with some important issues in the case of teamwork. Because if we can be careful about the issues, it will be easier for us to solve the problems while working team wise.

ধারাবাহিক এই প্রচেষ্টার প্রথম পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করেছি। কারন আপনি যখন কোন টিমের সাথে কাজ করবেন, সেখানে প্রথমে আপনাকে নিজের অবস্থান পরিস্কার করতে হবে, আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন এসব বিষয় নিয়ে সকল সদস্যদের সাথে আলোচনা করতে হবে এবং নিজের সম্পর্কে তাদের ধারনা দিতে হবে।

I have shared with you today the first episode of this series of efforts. Because when you work with a team, you first have to clear your position, discuss with all the members what you want, how you want it and give them an idea about yourself.

Thanks all for watching.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg


▶️ 3Speak

Sort:  

hi hafizullah brother you have shared great information regarding teamwork issues. One of the best thing that you said clear your position. you have to work perfectly according to your position. Waiting for the another part of this series. Have a great day....

এটা আমার জন্য সত্যি আনন্দের যে আপনি এখানে ভালো কিছু পেয়েছেন। হ্যা, পরবর্তী পর্ব খুব দ্রুততম সময়ের মাঝে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
ভালো থাকবেন ভাই।

টিম ওয়ার্ক কাজের ক্ষেত্রে সকলের মতামত জেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা ব্যাক্তিক্ষেত্রে মতামত ভিন্ন হতেই পারে। কে কিভাবে ভাবছে সে বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন, তাহলেই সেই কাজ সফল হবে। অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।

জ্বী কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা এই বিষয়টিকে প্রায় সময় গুরুত্ব দেই না, যার কারনে পুরো টিমের সম্পর্ক নষ্ট হয় এবং টিম ভেঙ্গে যায়।
ধন্যবাদ ভাই।

Ha doloboddho vabe kaj kora valo ,, karon kaj onek sohoj hoiey pore , nana dhoroner somossa dekha dite pare tar jonno sokoler sathe ta sheare kora dorkar jar fole somossa somadhan hote pare , ha apni j kotha guli bolecen ta ekdom e sothik ,,, doloboddho vabe kaj korley ami o caibo amr nijer sthan tike sothik jaigai rakhte ,,,,dhonnobad apnake emon ekti video sheare korar jonne,,,

আপনাকেও ধন্যবাদ আমার ভিডিওটি দেখার এবং আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
লক্ষ করুন একটি টিম তখনই বিজয়ী হতে পারে, যখন তারা দলগতভাবে ভালো কিছু প্রদর্শন করতে পারে। সুতরাং এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, আর আমরা যদি টিমওয়ার্ক ভালোভাবে করতে পারি তবে সকল ক্ষেত্রে সফলতা নিশ্চিত করা সম্ভব হবে।

Team work manei to akottore kaj kora.ekhane sobai soman vabe motamot prokaser sujok pay.kew kono prblm e porle sobai ta solve korar cheta kore. R sob tke darun ekta kotha bolcn team work e nijer obosthan ta clear rakha. Jate sobai apny chinte pare emn vabe obosthan toiri kora.team work ami mone kori onk subidha roiecec.anyway onk sundor kotha gula upsthapon korecen.
Thanks vai video ta share korar jnno.

জ্বী কিন্তু আমাদের মাঝে কিছু কিছু সময় ইগো কাজ করে, যার কারনে আমরা কিছু না বুঝেই অন্যের দোষ করে বসে থাকি এবং নিজের অবস্থান পরিস্কার করি না, যার প্রভাব পরে টিমের সকল সদস্যদের উপর, ফলাফল টিমওয়ার্ক বেশী দূর যায় না।
সুতরাং সকল অবস্থায় এই বিষয়টিকে গুরুত্ব দেয়া উচিত আমাদের।

yes dear brother i also believe that team work make the work easy and we can make every goal possible, but it is also true that every member of in team should be a position and task also according to abilities, so your this video vlog is really very much nice having discussion related team work issue so thank dear for sharing your feeling thoughts related this topic

Hey brother,
Good afternoon from Bangladesh!
Happy to see you in the comment section, Yes you are also right brother according to our abilities we should try our best to do something with teamwork.

অনেক গুরুত্বপূর্ণ কথা গুলো শেয়ার করেছেন, অবশ্যই টিমের হয়ে কাজ করতে হলে আমার স্বচ্ছ ধারণা এবং যাদের সাথে কাজ করব তাদের সম্পর্কেও আমার স্বচ্ছ ধারণা থাকতে হবে।আমরা যদি পরস্পর পরস্পরের নিকট স্বচ্ছ থাকতে পারি,
তাহলে অবশ্যই সম্ভব টিমটাকে মজবুত করা। ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করার জন্য, এ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

Ji vai api thik bujechen, kotha holo amra sobai sob kisu buji kintu kaze lagate chai na. Amra jodi team hoye kaz korte chai tobe sokoler maje soman sohojugitar monovab thakte hobe.

আপনাকে অশেষ ধন্যবাদ এমন একটি সুন্দর টপিক নিয়ে ডিসকাস করার জন্য! টিম ওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মনের মিল হওয়া খুবই জরুরী! যতক্ষণ না টিমের প্রত্যেক মেম্বার একটি টার্গেটকে মেনে নেবে এবং টিম লিডারের কথা অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত কোন টিমের সফলতা সফলতা পাওয়া সম্ভব হয় না!

Ji apu karon ekmot na hole jemon koto kaz sohoje kora jay, thik temni kangkhito arjon o somvob hoy na.
Thanks a lot for your feedback.

আপনার বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে! প্রচলিত কথা আছে একসাথে করি কাজ হারি জিতি নাহি লাজ! টিউবর্কেল মূল বক্তব্য হলো আমরা জিতব একসাথে আমরা হারবো একসাথে তাহলে আমরা সাফল্য পেতে পারি!

Ji amra school life e ai kothata khub mantam and je kono sports er khetre sobai ek sathe kaz kortam. But real life e eshe amra sobai change hoye gesi, karo sathe amader ar mile na :(

ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত কারণ কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে টিমওয়ার্কে কোন বিকল্প নাই। এখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং সমষ্টিগত হবে সকলের মেধাকে কাজে লাগান যায়। ভাই অনেক সুন্দর একটি মূল্যবান আলোচনা করেছেন সকলের মঙ্গলের জন্য ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য।

জ্বী ভাই বাস্তব জীবনে কিছু অর্জন করতে চাইলে টিম ওয়ার্ক এর কোন বিকল্প নেই, তার জন্য চাই পজিটিভ মানসিকতা। সকলে মিলে কোন কাজ করলে সেটা যেমন সহজসাধ্য হয়ে যায়, ঠিক তেমনি কিছু অর্জন করাও সম্ভব হয়ে উঠে।
ধন্যবাদ আপনাকে।

Unity is strength . Honesty has great reward . At this present time we need team work with honest . Thanks a lot bro...Your content has reality .Just awesome content .

Absolutely true brother.
Thanks a lot for understanding and commenting. Have a good day!