Do Research and Write the Video Script (3Speak Beginner Guide-5)

in Hive Bangladesh5 years ago (edited)

▶️ Watch on 3Speak


বন্ধুরা, ইতোমধ্যে আমরা আলোচনা করেছি ভিডিও তৈরীর প্রথম ৪টি পয়েন্ট নিয়ে, আমি চেষ্টা করেছি অভিজ্ঞতার আলোকে সহজ ভাষায় বুঝানোর। আজ আমি ৫ম পয়েন্ট নিয়ে আলোচনার চেষ্টা করবো। এখানে আমার মূল উদ্দেশ্য হলো নতুন ব্যবহারকারীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করা।

Friends, we have already discussed the first 4 points of video making, I have tried to explain in simple language in the light of experience. Today I will try to discuss the 5th point. My main purpose here is to provide new users with the right direction.

আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, বেশীর ভাগ ক্ষেত্রে নতুন ইউজাররা অন্যের কাছ থেকে ধার করা বিষয় নিয়ে ভিডিও তৈরী চেষ্টা করে। কিন্তু আমি এটাকে সব সময় সমর্থন করি না। কারন তাহলে আমার প্রতিভার প্রকাশ হবে কিভাবে? তাই ভালো কিছু করতে হলে, আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে হবে এবং নিজের ভিডিও কিংবা টপিকের স্ক্রিপ্ট নিজেকেই লিখার চেষ্টা করতে হবে।

As I have seen in my experience, in most cases new users try to create videos on topics borrowed from others. But I don’t support it all the time. Because then how will my talent be revealed? So to do something good, you have to do research on different topics and try to write your own video or script of the topic yourself.

তাই আমি আজকের হাইলাইট করার চেষ্টা করেছি গবেষণা এবং ভিডিও স্ক্রিপ্ট সম্পর্কে। যদিও আমি আমার নিজস্ব মতামত উপস্থাপন করেছি, আপনি চাইলে আরো কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন।

So I tried to highlight today about research and video scripts. Although I have presented my own opinion, you can share more with us if you want.

Thanks for understanding.

@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg


▶️ 3Speak

Sort:  

অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। এটা সত্য যে অন্যের কনটেন্ট অনুকরণ কালা মানে নকল করা। যেটা অনেকটা প্লেজিয়ারিজম এর আওতায় পড়ে যায়। আসলে আপনার কথাগুলো শুনে সত্যি ভালো লাগলো। কোন টপিক নিয়ে কিছুক্ষণ গবেষণা করলে আমাদের নিজেদের যেমন লাভ হয় তেমনি যারা শ্রোতা তারাই এখান থেকে কিছুটা লাভবান হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Dorkar chilo vai ei bepare kotha bolar.
Sundor poramorsho diyechen.
Copy kora ta asole amader majhe mishey geche tai sobsomoy onner jinish jevabe achey ovabe copy korar try kori.
Nijosshota theke jodi kichu kora hoy tahole seta kintu better pradhanno pabey ja asole amra bujhar e try kori na.
Dhonnobad sundor 1ta topic niye kotha bolar jonno r ami mone apnar ei video ta dekhe onekei upokrito hobe jodi kajey lagay.

Vaiya ami kintu,🥺🙄😶 kichu bolbo,,, asole ami tou emon kichui kori but ,,,ami jodio cover kori eta sobar pokkhe somvob na, voice ta tou cover korina,,,ami amr kotha emni e bollam,,apnar kotha gulur onek gurutto chilo,,,janar kichu chilo
onek valo kichu kotha amader sathe sheare korechen ,,dhonnobadd Vaiya apnak.

 5 years ago  

Camera r samne ktha bolata khub e kostokor and boro boro vlogger rao script likhe kaj kore. Ha ami kono script follow korina but ha research kori majhe majhe and in future amio chinta kortechi script likhe kaj krer...

This is a really informative video for everyone...

ভাই আসলে ঠিক বলছেন আমাদের মত নতুন ইউজারদের জন্য আপনার ভিডিওগুলি আসলে অনেক উপকারী। আমি আপনার ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই। আসলে আপনার গাইডলাইন অসাধারণ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মত নতুন ইউজারদের কথা মাথায় রেখে এমন সুন্দর সুন্দর দিকনির্দেশনামূলক ভিডিওগুলি খুবই উপকারে আসে আমাদের।

This type of video is really helpful for new comer to make quality content. Thanks for your work to help new people in block chain.

অনেক ভালো ভাই অনেক ভালো লাগলো আপনার আরও একটি নতুন ভিডিও হ্যা আমরা সবাই জানি আপনি আমাদের মাঝে সব সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন আমরা কিভাবে আমাদের লাইফটাকে ইনজয় করবো লাইফ টাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা আমাদের এই প্লাটফর্মে কাজ করব কিভাবে কাজ করলে আমরা কিছু ভালো ইনকাম পাব বা ভাল কিছু করতে পারবো তো আজকেও ঠিক তেমনটাই পাঁচটি পয়েন্ট আপনি আমাদের মাঝে তুলে ধরলেন অনেক ভালো লাগলো আর যদি এই পাঁচটি পয়েন্ট নতুন যারা আছে তারা ফলো করে তাহলে অবশ্যই তারা উন্নতি করতে পারবে এবং সাথে সাথে যারা পুরনো আছে তারা যদি ফলো করে তাদের দিক থেকে অনেক ভাল হবে কারন অনেক পুরান ইউজার আছে যারা এগুলো ফলো করে না যেমন ধরুন আমি

 5 years ago  

Ei topic ta besh important. Onk bar dekha jai j na buje na jene manush video banai fele just video dewar jnno. Kotha gula thik Hoi na abar video ta o temon Ekta Hoi na.
Research kore Jodi Ekta script thake taile lage k effort dala hoise and video besh sundor bhabe fute ase

Thanks for your great information.eta asolei sobar onk upkare lagbe.ami jodio kaw k nokol kori na kintu na bujle ba theke gele apnder kace tke jene ner try kori.tarpor seta korar chesta kori. Thanks video ta share korar jnno.

Ei tips gula obossoi newder vloggerder mene chola uchit.