Choose Good and Appropriate Topic (3Speak Beginner Guide-4)

in Hive Bangladesh3 years ago (edited)

▶️ Watch on 3Speak


Many of us expect something good and try hard enough for it. But still we often fail to achieve the desired result. The only reason for this is not to try the right rules. So in any case, it is important to work in the right way to achieve the desired result.

আমরা অনেকেই ভালো কিছুর প্রত্যাশা করি এবং তার জন্য যথেষ্ট পরিমানে চেষ্টাও করি। কিন্তু তবুও আমরা অনেক সময় কাংখিত ফলাফল অর্জনে ব্যর্থ হই। এর একমাত্র কারন হলো সঠিক নিয়মে চেষ্টা না করা। সুতরাং যে কোন ক্ষেত্রে কাংখিত ফলাফল অর্জনের ক্ষেত্রে সঠিক নিয়মে কাজ করাটা জরুরী।

For those who are expecting something good through videography, this is my continuous initiative. I have already tried to give advice by making 3 more videos. Today I will give one more new suggestion, this is our video making topic. Because the topic is called the main attraction of a video.

যারা ভিডিওগ্রাফির মাধ্যমে ভালো কিছুর প্রত্যাশা করছেন, তাদের জন্য আমার এই ধারাবাহিক উদ্যোগ। ইতিপূর্বে আমি আরো ৩টি ভিডিও তৈরীর মাধ্যমে পরামর্শ দেয়ার চেষ্টা করেছি। আজ আরো একটি নতুন পরামর্শ দিবো, এটি হলো আমাদের ভিডিও তৈরীর টপিক। কারন টপিককে বলা হয় একটি ভিডিওর মূল আকর্ষন।

So in today’s video I have tried to give some advice on topic selection. Hopefully this will make your job easier.

সুতরাং আজকের ভিডিওটিতে আমি টপিক নির্বাচনের ক্ষেত্রে কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করেছি। আশা করছি এটা আপনাদের কাজকে সহজ করে তুলবে।

Thanks all for watching.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg


▶️ 3Speak

Sort:  

ভাই আপনার এই ভিডিওটির মাধ্যমে আমাদের মতো নতুন ইউজারদের অনেক বেশি উপকৃত হচ্ছি কারণ আপনার ভিডিওর মাধ্যমে কিভাবে ভিডিওগ্রাফি উপস্থাপন করতে হয় আর বিসেস করে কি টপিক নিয়ে কথা বলব আমরা নতুন ইউজাররা বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকি। আজ আপনার ধারাবাহিক ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারলাম। আপনার এমন উদ্যোগকে ভাই স্বাগতম জানাই।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভাই।

ধন্যবাদ ভাই আপনার মতামত ভাগ করে নেয়ার জন্য।
হ্যা, আমার চিন্তাও তাই, যাতে নতুন ইউজাররা নিজের ভিডিও তৈরীর ক্ষেত্রে আরো বেশী সতর্কতা বজায় রাখে এবং ভালো কিছু করার প্রচেষ্টা চালায়। আর ভালো প্রচেষ্টার সাথে সফলতা সব সময় থাকে।

আপনাকে ধন্যবাদ ভাই আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য, এটি নতুন ইউজারদের জন্য অনেক বড় ভূমিকা রাখবে এবং নতুনদের সাহস যোগাবে।

ধন্যবাদ ভাই আপনাকেও, আশা করছি আপনিও আমাদের সাথে আপনার ড্রয়িং এর টিটোরিয়াল ভাগ করে নিবেন, যাতে আমরা যারা ড্রয়িং পারি না, তারা কিছু শিখার সুযোগ পাবো।

অবশ্যই ভাই, আপনাদের ভালোবাসায় আমি চেষ্টা করে যাচ্ছি,,,

hello dear friend @hafizullah good afternoon
I really appreciate that you touched on this topic and shared your opinion on it. without a doubt it is very useful.
stay safe and take care dear friend
I take this opportunity to wish you a happy start to the week

Hello Dear Friend
Good Afternoon from Bangladesh!
You know I always try my best to do something with my vlogs and Yes I also hope the same.
Have a good Day

Vai nice tips but apnar moto kore topic khujey paile to hoisiloi.
R kono topi paileo dekhbo apni oi topic niye kotha bole felsen already... jehetu apni topic er vandar, amar motey ;)
Thanks for sharing it.

He he he he try your best brother
You know it is not very hard and you need to think something differently like your digital drawing.
Have a good day

অবশ্যই ভাই আপনার কাজের তুলনা হয় না কারণ আপনি অনেক সুন্দর হবে তিনটা ভিডিও আমাদের মাঝে অলরেডি পরিবেশন করেছেন যে কিভাবে আমরা এখানে কাজ করব কিভাবে সেটআপ করতে হবে আমাদের অ্যাকাউন্ট টা কে কিভাবে সেটআপ করতে হবে আমাদের হাইভ একাউন্টকে এবং কিভাবে আমাদের কাজ করতে হবে এই সাইটে অনেক ধরনের সাজেশন দিয়েছেন আপনি এবং অবশ্য এটা নতুন ইউজারদের জন্য অনেক ব্যবহারযোগ্য হবে এবং তারা খুব সহজেই বুঝতে পারবে কারণ সেটা তার নিজস্ব ভাষায় আমাদের বাঙালি ভাষায় আপনি সেটা উপস্থাপন করেছেন বা লিখে দিয়েছেন তো অনেক ভাল লেগেছে আপনার এবং সাথে সাথে এটা এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে

না ভাই আমি যে সকল ক্ষেত্রে সব সময় সঠিক হবো এটা ভাবা ঠিক না,
যেহেতু আমি মানুষ সেহেতু আমার কাজের ক্ষেত্রেও ভুল থাকতে পারে। আসলে আমি আমার নিজস্ব চিন্তাভাবনা এবং অভিজ্ঞতাগুলোকে সকলের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনারাও আপনাদের মতামত কিংবা পরামর্শ শেয়ার করতে পারেন।
হ্যা, নতুনদের জন্য আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলো উপস্থাপন করি, তাহলে তারা কাজের ক্ষেত্রে কিছু সাহস সঞ্চয় করতে পারবে।

Apnr ei video ti new user der onk besi kaje laglo.asolei to topics selecte korar age valo vabe information collect krte hbe.ajgobi ekta topic dile & gucie sundor kre bolte na parle r upsthapon valovabe na korte parle amra nijeder dorsok harabo.very important video for us.Thank you so much for your kind information.

আসলে আমি সেই চিন্তা ভাবনা থেকেই নিজের অভিজ্ঞতাগুলো ভাগ করে নেয়ার চেষ্টা করছি।
আমার বিশ্বাসও তাই এক্ষেত্রে।
সেটাই আমি অনেক ক্ষেত্রে এই রকম দেখেছি, টপিক দেয়া হয়েছে এক রকম কিন্তু ভিতরে শেয়ার করা হয়েছে অন্য কিছু, কারো সাথে কোনটার মিল নেই!

It’s helpful for new user. Your video will increase more quality content maker for hive-bangladesh community. Thanks for sharing.

Thanks a lot brother for your feedback and watching my video.