How did I come to know about hive.[My hive Journey story.]

in Hive Bangladesh5 years ago (edited)

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো...!
বন্ধুরা,আশা করি সবাই ভালো আছো।আজকে আমি আপনাদের সাথে আমার একটা মজার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।সবার আগে আমি @hive-bangladesh কমিউনিটিকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।আমি আজকে আপনাদের সাথে আমার @hive যাত্রা নিয়ে আলোচনা করব।আমি কিভাবে @hive ব্লোক চেইন সম্পর্কে জানলাম।কিভাবে এর সাথে যুক্ত হলাম সব বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব।আর আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছে @hive-bangladesh কমিউনিটি।কারণ তারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে যার জন্য আমি আজকে আমার @hive যাত্রা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে পারছি।চলুন শুনে আসি আমার @hive জার্নি.........................

আমি আগে কখন কোনো ব্লোক চেইনএ কাজ করি নাই বা কোনো ব্লোক চেইন সম্পর্কে জানতাম না।এই করোনা মহামারির সময়ে যখন আমি আমার ম্যাচ থেকে বাসায় যায়।তখন আমি আমার সারাটা দিন বাসায় কাটাতাম।কোনো জায়গায় বের হতাম না।যার ফলে আমি নিজেকে বোর ফিল করতাম।এমন সময় আমার একজন খুব পরিচিত শিক্ষক বললেন যে তুমি কোনো অনলাইনে কাজ করে তোমার এই সময়টা কাজে লাগাতে পার।আমি বললাম কিভাবে আমি কাজে লাগাব।তখন তিনি আমাকে তার চাচাতো ভাইয়ের কথা বললেন।যে একটা ব্লোক চেইন এ কাজ করে।সে স্টিমাইট ব্লোক চেইন এ কাজ করে। তারপর আমি আমার স্যারের কথা মতো তার সাথে দেখা করি। সে আমাকে স্টিমাইট ব্লোক চেইন সম্পর্কে জানায়।কিন্তু ওখানে কাজ করতে হলে একটা ল্যাপটপ বা ভালো ফোন দরকার ছিল।কিন্তু এই দুইটার একটাও আমার ছিল না।আবার আমার পরিবারের সামর্থ্যও ছিল না আমাকে কিনে দেওয়ার। কারণ আমার বাবা একজন ভ্যান চালক।

এরপর আমার স্যারের চাচাতো ভাই বিভিন্ন উপায়ে আমাকে একটা ফোন কিনে দেয়।তারপর আমি প্রথমে স্টিমাইটে কাজ করা শুরু করি।অনেক দিন কাজ করার পরও আমি কোনো সার্পোট পায় নাই। তবুও আমি পোষ্ট করা বাদ দেয় না।এরপর কিছু দিন পর সেখান থেকে আমার এক আপুর সাথে পরিচয় হয়।ওনার নাম সারমিন আক্তার।উনি ২০১৭ সাল থেকে স্টিমাইটে কাজ করেন।এরপর আমি ওনার সাথে আমার ম্যাসেনজারে কথা বলতাম।

এরপর আমি একদিন আমার ডিসকোটে দেখি @hive নিয়ে সবাই কথা বলছে।কিন্তু আমি এটা সম্পর্কে কিছুই জানতাম না।তখন আমি আপুর কাছে জানতে চাইলাম @hive সম্পর্কে। তখন তিনি আমাকে বললেন যে হাইভও স্টিমাইটের মতো একটা ব্লোক চেইন।সেও @hive এ কাজ করে।এরপর আমি তাকে বললাম আমি কি এখানে কাজ করতে পারব।তিনি বললেন অবশ্যই। এরপর আমাকে তিনি একটা আইডি খোলার জন্য সকল বিষয় বুঝিয়ে দেন।তারপর আমি নিজে নিজেই আমার অ্যাকাউন্ট খুললাম।এরপর আমি পোষ্ট করা শুরু করি।

আমি প্রথমে @bdcommunity তে পোষ্ট করতাম। কারণ আপু ওখানে পোষ্ট করতো বলে।আমি এখানকার কোনো কিছু না জানার কারণে আমি তার কথাগুলো সব সময় মেনে চলতাম।প্রায় এক মা পোষ্ট করার পরও আমি কোনো সার্পোট পায় নাই।তবুও আমি পোষ্ট করতে থাকি।এরপর আমি জানতে পারলাম @hive-bangladesh নামে একটা কমিউনিটি আছে আমাদের বাংলাদেশিদের জন্য।তারপর আমি সেখা পোষ্ট করা শুরু করি।এরপর আমি কিছু দিন পর লক্ষ্য করি সবাই @threespeak নিয়ে ভিডিও তৈরি করে কিন্তু আমি এটা সম্পর্কে কিছু জানতাম না।এই বিষয়ে জানার জন্য আমি @realsort ভাইকে জিগ্গসা করি। তিনি আমাকে বিষয়টা বুঝিয়ে দেন।

এরপর আমি @hafizullah ভাইয়ের থ@threespeak সম্পর্কে তিনটা পোষ্ট দেখে আমি নিজে নিজে আমার থ্রিস্পিক অ্যাকাউন্ট খুলি।তারপর আমি পোষ্ট করা শুরু করি।কিন্তু আমি তেমন কোনো সার্পোট পায় নাই।শুধু একদিন @bdvoter আমাকে ১১ সেন্ট এর একটা ভোট দিয়েছিলেন। আমি সেদিন খুব খুশি ছিলাম।এছাড়া আমি ১/২/৩ বা তার কম করেও পেতাম।কিন্তু তবুও আমি রেগুলার পোষ্ট করে যাচ্ছি।আমি আশা করি সামনে আমি এখান থেকে খুব ভালো সার্পোট পাব।

এভাবেই আমি @hive ব্লো চেইন এর সাথে যুক্ত হয়েছি।আমি এখানে নতুন কাজ করছি।আশা করি এখানকার সকল নিয়ম আমি মেনে চলতে পারব।আমি এক মাস ২৪ দিন হলো এখানে কাজ করছি।আশা করি সবাই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আর আমাকে সকল দিক থেকে সাহায্য করবেন।

সবাই ভালো থাকবেন সু্স্থ থাকবেন।সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ার জন্য।


▶️ 3Speak

Sort:  
 5 years ago  

Apnar onk kisu shikha baki ase, first community te onno user der sthe engage hote hobe and value add korer jnno contribution o korte hoi. Content likha or topic selection or ki type video banate hobe, ki korle support paoya jai agulo niye amra regular e ktha boli. Kono question thakle hangout ase, community channel ase oikhane prosno korben. Shikhar kono ses nai r chesta korte hobe properly, sobai kno support pacche, kivabe engage korteche aigulo apnake dekhte hobe. Asa kori future e support paben and apnr side theke valo kisu korer chesta kore jaben...

Best of luck...

ধন্যবাদ❣️ আপু আমাকে এতো সুন্দর করে গাইড লাইনগুলো বুঝানোর জন্য।আমি সব সময় চেষ্টা করব আমার সকল পোষ্টগুলো যাতে ভালো হয়।আর আমার কোনো সমস্যা হলে অবশ্যই আমি আপনাদের কাছে প্রশ্ন করব।আমি চেষ্টা করব যাতে আমি এখানকার সবার সাথে ভালো সম্পর্কে তৈরি করতে পারি।🙏🙏🙏

Ha vai eta ekta valo dik j coronar somoy amader desher onek manush online income er bishoye agrohi hoy.
Ami amar charpasher onek manush k dekhesi jara egula bishswash korto na but ekhon tara besh active.
Best of luck for your entry.

Thank you. 🙏🙏