আজ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশ ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছিল, যার ফলশ্রুতিতে তাদেরকে যেতে হয়েছে দীর্ঘ সাড়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এবং বিজয় সূচিত হয় ১৬ ডিসেম্বর। এভাবেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয়।
এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যপূর্ণ ভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে। তবে ৫০ বছর পূর্তি হওয়ায় এ বছর স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে একটু বেশি জাঁকজমকপূর্ণ এবং আমেজ ছিল।
আমরা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের কলেজ ক্যাম্পাসে একটি ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করি। পাশাপাশি আলোচনার অনুষ্ঠান ছিল এবং আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এই সমৃদ্ধির পেছনের সকল কারিগরকে স্মরণ করে তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
এই অনুষ্ঠানটির কিছু গুরুত্বপূর্ণ খন্ডচিত্র আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
▶️ 3Speak