অলসতা

in CCH4 days ago

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার অলসতার একটি দিন হল রবিবার সম্পর্কে ‌

IMG_20241110_110125.jpg

প্রতিদিন কাজের মত কাটলেও রবিবার দিনটা আমার অলসতাই কাটে ঘুম থেকে উঠতে মনেই চায় না রাতে ঘুমাই দুইটা তিনটা বাজলে তারপর অনেক রাত পর্যন্ত ফোন দেখার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারিনা এটা আমার অলসতা।

IMG_20241110_110601.jpg

মনে করি যে রবিবারের দিন অনেক কাজ করব কিন্তু এই দিনটা যে আমার এতটাই অলস লাগে কাজ করতে সেটা বলে বোঝানো যাবে না যখনই ইচ্ছা করি একটু পরেই এই কাজটি শুরু করব তখনই মনে হয় না আরেকটু পরে করি একটু পরে করতে করতে সময় পেরিয়ে যাই সেই কাজ আর হয় না।

IMG_20241110_110133.jpg

সারা সপ্তাহ জুড়ে শুধু মনে মনে ভাবি যে রবিবারের দিনটা আসলেই আমি এটা করব ওটা করব কিন্তু করার বেলায় কিছুই না মাঝেমধ্যেও ইচ্ছা করে নিজের প্রতি নিজেকে রাগ করতে কিন্তু এটাও করতে পারিনা শরীরটা যে আমার এই জন্য।

IMG_20241110_112024.jpg

যেমন আজকে ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো গুছিয়ে নেব যেমন সিলিং ফ্যান পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা ভারের আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো পরিষ্কার করব কিন্তু দেখেন এখন প্রায় বারোটা বেজে গিয়েছে তবুও ঘুম থেকে উঠি নাই।

IMG_20241110_112316.jpg

IMG_20241110_112233.jpg

সকালের খাওয়া তো দূরে থাক দুপুরের খাওয়া মাঝেমধ্যে তিনটার পরে খাই যেদিন রবিবারে বাসায় থাকি অলস কাকে বলে কত প্রকার ও কি কি সেটা রবিবারের দিন আমার কাছ থেকে অনেকেই শিখতে পারবেন।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

তবে মাঝেমধ্যে বিকাল বেলা বেড়াতে যাই এটাই ভালো লাগা কাজ করে তো বন্ধুরা আপনারা কে কে রবিবারের দিন আমার মত আলসেমি করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ সবার মঙ্গল করুন।