A man's peace of mind is his wife. First episode

in CCH18 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের শেয়ার করব নতুন আরো একটি আর্টিকেল।

IMG_20250417_170048.jpg

একজন মানুষের মানসিক শান্তি একমাত্র তার স্ত্রীর কাছ থেকেই পেয়ে থাকে যদি সেই স্ত্রী ফরহেজগার এবং দ্বীনদার হয়। শান্তির জন্য অর্থের কোন প্রয়োজন পড়ে না দুজনের মনের মিল থাকলেই শান্তি এমনিতেই দরজায় মারা যায়।

IMG_20250417_170018.jpg

স্বামী-স্ত্রীর ভিতরে মনের মিল থাকা যায় অত্যন্ত জরুরি বিষয় নিয়ে নিজেদের ভিতরে কথোপকথন একে অপরের সাথে ভালো পরামর্শ দুজন দুজনের পরামর্শে দিন পার করা একে অপরের প্রতি অন্ধের মত বিশ্বাস রাখা সবগুলোই মান
IMG_20250417_170003.jpg
সিক শান্তির অন্যতম কারণ।

মানুষের চাহিদার কোন শেষ নাই কাউকে এই পৃথিবীতে খুশি করতে পারবে না যতক্ষণ না সে নিজ থেকে খুশি গুলো অনুভব করবে ‌। জীবন কোন সিনেমার গল্পের মত নয় যে তিন ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে তাই মানসিক শান্তির জন্য একজন পুরুষ তার প্রিয় মানুষের কাছেই ছুটে যাই।

যদি সেই প্রিয় মানুষটার ভিতরে স্বার্থ থাকে তাহলে কখনো সে তার কাছের মানুষটাকে সারা জীবন মানসিকভাবে শান্তি দিতে পারবে না সেটা হতে পারে ক্ষনিকের জন্য হতে পারে যতক্ষণ এই স্বার্থ আছে ততক্ষণ।

IMG_20250417_165936.jpg

একজন স্ত্রী তখনই মানসিক শান্তি দিতে পারবে তার প্রিয় মানুষটাকে যখন সে অল্পতেই সন্তুষ্ট আরো অনেক কিছুই আছে মানুষের শান্তির জন্য আজকের এই পর্যন্ত উপস্থাপনা করছি পর্যায়ক্রমে আপনাদের কাছে ইনশাল্লাহ আরো কিছু উপস্থাপনা করব।