Brain Roast Recipe || মগজ ভুনা রেসিপি || by @babukhan || 21/09/2021

in Foodies Bee Hive4 years ago

হেল্লো বন্ধুরা
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @babukhan


আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ আমি
🍲 মগজ ভুনা 🍜 রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মগজ ভুনা রেসিপি শুরু করা যাক।



মগজ ভুনা


IMG_20210908_141207.jpg

মগজ ভুনা আমার অনেক প্রিয় একটি রেসিপি, আমার জানা মত, মগজ ভুনা প্রায় সবারই অনেক প্রিয় একটি রেসিপি, মগজ ভুনার কথা শুনলেই জেনো জ্বিবে জল চলে আসে।

উপকরণ


উপকরণের নামপরিমাণ
মগজ৪০০ গ্রাম
তেল১০০ গ্রাম
পিঁয়াজ৫০ গ্রাম
আদা৫ গ্রাম
মরিচের গুরা৫ গ্রাম
মসলা১০ গ্রাম
লবনপরিমাণ মত
হলুদপরিমাণ মত



ধাপঃ— ০১


IMG_20210908_132359-01.jpeg

আমি প্রথমে মসলা গুলো সুন্দর করে বেটে নিলাম।



ধাপঃ— ০২


IMG_20210908_132418-01.jpeg

এরপর আদা গুলোও ভালো করে বেটে নিলাম।



ধাপঃ— ০৩


IMG_20210908_132433-01.jpeg

তারপর পিয়াজ গুলো ভালো ভাবে কুচিকুচি করে কেটে নিলাম।



ধাপঃ— ০৪


IMG_20210908_132450-01.jpeg

এরপর মরিচের গুড়া গুলো পরিমাণ মত একটি বাটিতে ঢেলে নিলাম।



ধাপঃ— ০৫


IMG_20210908_132505-01.jpeg

অবশেষে আমার রান্নার জন্য সব কিছু তৈরি করা হয়ে গেলো, আমি এখন রান্না করার জন্য সব কিছু উপকরণ একখানে রাখলাম, যাতে সব কিছু হাতের কাছেই পাই।



ধাপঃ— ০৬


IMG_20210908_132523-01.jpeg

মগজ গুলো আমি ভালো করে পরিষ্কার করলাম, এবং রান্না করার জন্য একটি পরিষ্কার বাটিতে রাখলাম।



ধাপঃ— ০৭


IMG_20210908_132547-01.jpeg

প্রথমে আমি থ্যারাইপিনে তেল গুলো গরম করার জন্য দিলাম।



ধাপঃ— ০৮


IMG_20210908_132604-01.jpeg

IMG_20210908_132619-01.jpeg


তারপর আমি গরম তেলে কুঁচি করে নেওয়া পিয়াজ গুলো সেখানে ঢেকে দেই, এবং পিঁয়াজ গুলো ভালো করে ভুনা করি।



ধাপঃ— ০৯


IMG_20210908_132636-01.jpeg

IMG_20210908_132652-01.jpeg


ভুনা কারা পিঁয়াজ গুলোতে আমি মগজ গুলো সেখানে দেই এবং ভালো করে মিশ্রিত করে দিলাম, যাতে করে মসলা গুলোর স্বাদ মগজে ডুবে, আর খেতেও অনেক সুস্বাদু হয়।



ধাপঃ— ১০


IMG_20210908_132709-01.jpeg

ভালো ভাবে মিশ্রিত করে প্রায় ২০ মিনিটের মত আমি রান্নাটি ঢেকে রাখমাল।



ধাপঃ— ১১


IMG_20210908_132725-01.jpeg

একটু পরেই আমার রান্নাটি সম্পুর্ণ হয়ে যায়, আমি এখন মগজ ভুনা গুলো থ্যারাইপিন থেকে একটি বাটিতে নামিয়ে নিবো।



পরিপূর্ণ রান্না হওয়ার পর


IMG_20210908_145952-01.jpeg

রান্না করা মগজ ভুনা রেসিপিটি এখন খাওয়ার জন্য উপযোগী।



এইছিলো আমার আজকের মগজ ভুনা রেসিপি, জানিনা আমি আপনাদের ভালো করে বুঝাতে পেরেছি কি না, তবে আশা রাখতে পারি আমার রেসিপিটি আপনারা ভালো করে বুঝতে পারছেন, আজ আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।



💞 খোদা হাফেজ 💞



Best Regards:-
@babukhan

Sort:  

Congratulations @babukhan! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You got more than 10 replies.
Your next target is to reach 50 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Hive Power Up Month - Feedback from Day 20

Hi babukhan,

This post has been upvoted by the Curie community curation project and associated vote trail as exceptional content (human curated and reviewed). Have a great day :)

Join the Curie Discord community to learn more.