বাঁচার কি দায় আমাদের ?

in GEMS4 years ago

একটা ভ্যালির মধ্যিখানে শুয়ে আছি
চারিদিকে সবুজের হরেক রকম মেলা
কয়েকটি ঘাসফুল আমার পায় ছুঁয়ে দেয়
মাথায় আদর দিয়ে যায় রোদ।


উৎস
image.png

অনেক ময়দান পেরিয়ে
আজকে আমি শুয়ে আছি অপেক্ষায়
মৃত্যু নাকি আবার বাঁচার ইচ্ছায়
কথা গুলো এলোমেলা নিঃস্তব্ধতায়।

বাঁচার কি দায় আমাদের ?
আমরা তো মরতে চাই
তবুও মরণ আসে না ,
নিয়মের বাধ্যবাধকতায়।