আমি মানুষ হতে চাই।

in GEMSlast year

এমন একটা মানুষ চাই
যে শুধু মানুষ বোঝে অন্য কিছু নয়
মানুষের মাঝে যে অন্য মানুষ
তাকে খোঁজায় আসল মানে।
রাস্তায় পড়ে থাকা অভুক্ত
আমি পাশ কাটিয়ে যাই
মিথ্যে সভ্যতার অহমিকায়,
আমি মানুষ হতে চাই।

image.png

Image
নদীর ধারে বসে কাশফুল দেখে
আমার আরাম লাগে আর
আমি আরো স্বার্থপর হয়ে যাই,
বিশ্বাস করো আমি মানুষ হতে চাই।