"নতুন বছর নতুন আশা"

in GEMS5 years ago

বেশ কয়েক বছর আগে পিকনিকে গিয়ে প্রকৃতির তোলা কয়েকটা ছবি-
PicsArt_02-07-01.56.18.jpg

প্রিয়,
পাঠকগণ,

দেখতে দেখতে ২০২১ সালের আজ চতুর্থ দিন এসে গেলো। ২০২০সালের এই দিনে দাড়িয়ে আমরা কেউই ভাবিনি যে,এমন একটা অভিশপ্ত বছর আমাদের জন্য অপেক্ষা করছে। আর সত্যি বলতে আজ ও জানা নেই নতুন বছর কি নিয়ে আসছে। তবু আশাই মানুষকে বাঁচতে শেখায়, তাই আমারও আশাকরি যেনো নতুন বছর ভালো কিছু নিয়ে আসে, আমরা সবাই যেনো কোরোনার মতো অভিশাপ থেকে মুক্তি পাই।

আজ নতুন এবং পুরানো বছরের সন্ধিক্ষণে দাড়িয়ে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের জন্যে অনেক শুভকামনা রইলো।এই বছরটা আমাদের প্রত্যেকের প্রায় একই রকম কেটেছে, একটা অজানা ভয় নিয়ে আমরা বেচেঁ রয়েছি। কতো মানুষের জীবন মৃত্যুর লড়াইয়ের সাক্ষী আমরা। উল্টো দিকে কতো নতুন প্রাণ এসেছে পৃথিবীতে, যদিও তাঁদের আসার আনন্দ সেই ভাবে হয়তো তাদের পরিবার উপভোগই করতে পারেনি।

আসলে আমরা মানি বা না মানি, বিজ্ঞান যতই এগিয়ে থাকুক না কেনো, আমরা মানুষেরা আজ ও প্রকৃতির কাছে হার মানতে বাধ্য। প্রকৃতি পারেনা এমন কিছুই নেই। ভগবানকে অনেকই মানেন না, তবে তাঁরা কখনই প্রকৃতিকে অস্বীকার করতে পারেন নি।

তবে এই পরিস্থিতির কারণে আমরা অনেকেই এমন অনেক কিছু করতে বাধ্য হয়েছি যেগুলো হয়তো এমনি সময়ে আমরা করিনা। টেকনোলজির যুগে পরিবারের থেকেও আমরা মোবাইলে বেশী টাইম দিয়ে থাকি, বন্ধুদের সাথে আড্ডা দেই, লাঞ্চ, ডিনার বাইরে করি, কিন্তু এই লকডাউন আমাদের বাধ্য করেছে পরিবারের সাথে টাইম কাটাতে। এমন অনেক পরিবার আছে যারা, বহু বছর পর এত গুলো দিন একসাথে কাটিয়েছে।

আমাদের বাড়িতেও এই সময় একজন নতুন অতিথি এসেছিল,আপনার জানেন সে "পিকলু"।
এই কঠিন দিনগুলো তার সাথে খুশিতেই কেটে গেলো আমাদের, অনেক নতুন কিছু শিখলাম, আমিও যে ওকে এতটা ভালোবাসতে পারি সেটাও জানলাম, আগে তো খুবই ভয় পেতাম।

(আমাদের বাড়ী আসার পরের দিন, তখন গেটের সামনেই বেশি শুয়ে থাকতো পিকলু-)
IMG_20210104_191140.jpg

অন্য দিকে ছবিটা একেবারেই অন্য, এমন অনেক পরিবার আছে যারা আপনজনকে ছেড়ে দিনের পর দিন কাটিয়েছে, আমরা সাধারণ মানুষ যাতে সেভ থাকি তার জন্য তারা তাদের পরিবারের সদস্যদের ছেরে দিয়েছে। সেটা নার্স হোক, পুলিশ হোক, ডক্টর হোক। এঁদের মধ্যে অনেকই তাদের জীবন উৎসর্গ করেছে শুধু মানুষের সেবায় নিয়োজিত থেকে। পরিযায়ী শ্রমিকেরা লড়াই করেছে শুধু নিজের পরিবারের কাছে ফিরে আসার জন্য।

এমন একটা অবস্থার জন্য আমারা কেউই প্রস্তুত ছিলাম না। তবে এমন একটা ঘটনা যা একসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সত্যিই জানিনা এর শেষ কোথায়? প্রত্যেকে আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এই পরিস্থিতি ঠিক হবে, সবাই আমরা আগের মতো জীবন কাটাব নির্ভয়ে, নিশ্চিন্তে।

কোনোকিছুই আমাদের হাতে নেই যেটুকু আছে সবটাই ভগবানের হাতে, আমরা শুধু প্রার্থনা করি সব যেনো ঠিক হয়ে যায়। নতুন বছর যেনো নতুন ভাবে বাঁচার আলো নিয়ে আসে।

আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীদিনগুলো খুব ভালো কাটুক সবার।

৩ বছর আগে পিকনিকে আমি আর বোন(শ্বেতা)-
IMG-20190102-WA0084.jpg

Sort:  

Are you from Kolkata?

Yes, I'm from Kolkata.

Your post has been curated by us! Received 20.00% upvote from @opb. Do consider delegate to us to help support our project.

Do join our discord channel to give us feedback, https://discord.gg/bwb2ENt

* This bot is upvoting based on the criteria : 1. Not plagiarised, 2. Persistent previous quality posts, 3. Active engagement with other users
Do upvote this commment if you 💚 our service :)