বাবা জন্ম দিল ভুল বুঝে বাবাকে জবাই করলি, কত বড় জারজ তোরা।

in PhotoFeed3 months ago (edited)

বাবা জন্ম দিল ভুল বুঝে বাবাকে জবাই করলি, কত বড় জারজ তোরা।

57193.jpg

বাবা বাচ্চা জন্ম দিয়ে বড় করলো,পড়ালেখা করালো,এখন বাচ্চারা নতুন নতুন অনেক কিছু শিখেছে, অনেক কিছু জানে বুঝে,বাবা তো বুড়ো হচ্ছে আর এখন তো আর বাচ্ছাদের সাথে পেরে উঠতে পারবেনা।আর এদিকে বাচ্চারাও বুড়ো বাবা কে বৃদ্ধা আঙ্গুল দেখায় আর বলে তুমি কি চে...র বা.....ল।বাচ্চারা বুড়ো বাবার সাথে ছলনা করে,অবশেষে বাবার কি আর করার, তখন বাবা অতি দুঃখে কষ্টে নিশ্চুপ হয়ে যায়।এই ছিলো একজন বাবার পরিণতি।