আমি তো বুঝেছি জীবনের মানে

in Hive Learners4 years ago

কেন আমি হেরে যাই?
কোথায় পাবো অনন্ত উৎফুল্লতা
খামারি বাড়িতে আনাগোনা করে যে হাওয়া,
তাকে করি প্রশ্ন ফিরে আসে নিস্তব্ধতা।
সব ফুলই ফোটে দারুন সৌন্দর্য নিয়ে
তবু করো জোটে দেব দর্শন কেউ ভাসে জলে
আমি তো বুঝেছি জীবনের মানে
তাই তো ঘুরে ফিরে খুঁজি তারে।

image.png

Image
সে মানুষ নয় নয় ঈশ্বর
সে এক অদ্ভুত অনুভূতি
সুন্দর তার মায়াবী নাম।

কি বুঝি সুন্দর বলতে আমি
খুঁজি সুন্দরের আসল মানে
এ জীবন শেষ হবে সুন্দর অবোধ্য হয়ে।