আমার স্বরচিত কবিতা : "মন"

in Hive Learners4 years ago

এই বর্ষার ঘনঘটায় মন অনেক কিছুই বলে চুপিচুপি সুরে মনের আঙিনায়।হাজারো প্রশ্নের বাসা বাঁধে মনে।অনাবিল চিন্তাধারায় এ যেন এক মনে দানা বাঁধা আকাঙ্খা।আবার নিজে নিজেই উত্তর খোঁজার প্রয়াস।তো তেমনি একটি কবিতা নিয়ে আজ হাজির হলাম।

IMG_20210716_065717.jpg

            " মন"
           @green015

মনকে তুমি প্রশ্ন কর
তুমি কত দূরে
মনকে তুমি প্রশ্ন কর
কেন সূর্য ওঠে ভোরে?

মনকে তুমি প্রশ্ন কর
কেন অতীতের স্মৃতি মনে রাখে
মনকে তুমি প্রশ্ন কর
অতীত ভুলিয়ে দেয় যেন তাঁকে?

মনকে তুমি প্রশ্ন কর
কেন স্মৃতি ধরে কাঁদ মন
মনকে তুমি প্রশ্ন কর
কেন বারেবারে দোলা দেয় বুকের কোন?

আবার ও শুধু প্রশ্ন জাগে
মন তুমি কত দূরে
আমায় রেখে যেও নাকো
একা ফেলে মোরে।।

ক্যামেরা : Poco m2
অভিবাদন্তে: @green015