আমার অরিজিনাল কবিতা: * কালের প্রবাহতা *

in Hive Learners3 years ago

IMG_20210715_190426.jpg

             "কালের প্রবাহতা"
                   @green015

নেমে আসে পরী
নেমে আসে আকাশের তারা
নেমে আসে দিনগড়িয়ে
আলোর শেষে সন্ধ্যাবেলায় অন্ধকারের ছায়া
নেমে আসে তারা ভরা আকাশের চাঁদনী রাত
ফিরে আসে পথহারা যাত্রীর আর্তনাদের কণ্ঠস্বর
নেমে আসে কলোলিত সুরে বন্যার ধারা
নেমে আসে নিঝুম রাতে
শীতল সন্ধ্যার বায়ুধারা
সে বায়ুর স্পর্শে হৃদয় কাড়া
আর বৃক্ষের উদ্বেলিত নৃত্যের
ছন্দে পাতা নাড়া।

অভিবাদন্তে: @green015

Sort:  

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @hafizullah on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening

Thank you.