# MY TOWN TEN PIC ON PARBATIPUR @imran15 (22 July 2021)

in Hive Learners3 years ago

আসসালামু আলাইকুম


আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজ আমি মাই টাউন টেন পিক করতে যাচ্ছি। আশা করি আপনাদের আমার এই ছবি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

পিকচার নাম্বারঃ১


IMG_20210722_102712.jpg
Location

এটি একটি ক্যালেন। এটি আমাদের শহরের মধ্যে একটি ক্যালেন। এটি পার্বতী পুর এর পূর্ব পার্শে অবস্থিত। এটি দেখতে অনেক সুন্দর লাগে। এই ক্যালেনে এবার ঈদের জন্যে মেলা বসেছে। অনেক জন এই ক্যালেনে মেলা দেখতে এসেছিলো।


পিকচার নাম্বারঃ২


IMG_20210722_104934.jpg
Location

এটি একটি হোটেল এন্ড রেস্টুরেন্টে। এটির নাম শাহ্ হটেল। এটি আমাদের পার্বতী পুর এর সব চেয়ে বড়ো হটেল। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমরা অনেক সময় এই হোটেল গিয়ে খাওয়া করে আসতাম। এখন ঈদের কারণে হোটেল বন্ধো আছে।


পিকচার নাম্বারঃ৩


IMG_20210722_102908.jpg
Location

এটি একটি বেসরকারি স্কুল। এখানে অনেক দিন ধরে ক্লাস করেছে। এখন করনার কারণে এই স্কুলটি ২ বছর ধরে স্কুলটি বন্ধো হয়ে আছে। এটি আমাদের পার্বতী পুর এর পূর্ব পার্শে অবস্থিত। এখানে কোচিং করা হয়।


পিকচার নাম্বারঃ৪


IMG_20210722_102916.jpg
Location

এটি আমাদের থানার ভিতর বরো একটা রাইস মিল। এটি পার্বতী পুর এর পূর্ব পার্শে অবস্থিত। এটি রংপুর রোডে অবস্থিত। এখানে অটো ভাবে ধান থেকে চাউল হয়। এখনে অনেক ধরনের ধান থেকে চাউল হয়। এই চাউল সারা বাংলাদেশ পাঠানো হয়।


পিকচার নাম্বারঃ৫


IMG_20210722_103009.jpg
Location

এটি আমাদের পার্বতীপুর শহরের একটি বাইপাস রোড। এই রাস্তাটি অনেক বড়। এই রাস্তা দিয়ে ঢাকা পর্যন্ত যাওয়া যায়। এই রোডটি পার্বতী পুর এর দক্ষিণ পার্শে অবস্থিত। এটি অনেক সুন্দর একটি রাস্তা।


পিকচার নাম্বারঃ৬


IMG_20210722_102931.jpg
Location

এটি আমাদের পৌরসভার ভিতর একটি জমি। এটি বাইপাস এবং ডাঙ্গা পাড়া এর মাঝে অবস্থিত। এটি অনেক বড়ো একটি পাতার। এই পাতারটির মধ্যে অনেক মানুষের জমি আছে। এই পাতারে তিন সিজেন এর ধান চাস হয়।


পিকচার নাম্বারঃ৭


IMG_20210722_103143.jpg
Location

এটি গুলপাড়ার কবরস্থান। এই কবরস্থানে অনেক গুলো মানুষকে মাটি দেওয়া হয়েছে।এই কবরস্থানটি পৌরসভায় অবস্থিত। এটি অনেক বড়ো কবরস্থান।


পিকচার নাম্বারঃ৮


IMG_20210722_103403.jpg
Location

এটি একটি ঈদগা ময়দান। এটি গুল পাঁড়া অবস্থিত। এটির নাম দেয়া হয়েছে গুল পাঁড়া ঈদগাহ মাঠ। এখানে পার্বতীপুরের সবাই ঈদের নামাজ পড়ে। এই মাঠটি অনেক বড়। এটি পার্বতীপুর পৌরসভা মধ্যে অবস্থিত।


পিকচার নাম্বারঃ৯


IMG_20210722_103419.jpg
Location

এটি জ্ঞানাঙ্কুর স্কুলের মাঠ। এটি জ্ঞানাঙ্কুর স্কুলের পিছনে অবস্থিত। এটি অনেক বড় একটি খেলার মাঠ। এখানে স্কুল খোলা থাকবে স্কুলের ছাত্র ছাত্রীরা খেলাধুলা করে। আবার বিকেল হলে স্থানীয় ছেলেরা ক্রিকেট খেলা।


পিকচার নাম্বারঃ১০


IMG_20210722_112753.jpg
Location

এটি একটি ইটভাটা। এখানে মাটি দিয়ে ইট বানানো হয় এবং সেই ইট পুড়ে ইট তৈরি করা হয়। এটি আমাদের পার্বতীপুর থানার ভিতরে অবস্থিত। এটি চৌপুকুরে অবস্থিত। এই ইটভাটা টির নাম হক বিক্রস। এই ইট ভাটার মালিক হচ্ছেন হক সাহেব।


আশা করি আপনাদের আমার এই ছবি গুলো ভালো লেগেছে।

ধন্যবাদ সবাইকে

Sort:  

Congratulations @imran15! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You made more than 10 comments.
Your next target is to reach 50 comments.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!