Better a poor horse than no horse at all.[Eng-Ban]

in Hive Learners2 years ago

Hello friends,

Assalamu Alaikum, good evening, how are you all? I Hope everybody is well and healthy. I am also fine with your prayers. Today I will share with you a very important topic. Which is very important in our daily life. So let's share my article with you friends.

Today I will share with you some important motivational things. I hope you like it. " Better a poor horse than no horse at all".

boy-g044586561_1920.jpgSource

There is no shortage of people around us for our daily life. But it is important to remember that it is always important to choose a mate or a friend in the way of life.

What an honest friend can do, 10 dishonest friends cannot do. Life is beautiful when you have the touch of an honest person, your mood changes and when you move around with friends, your life is ruined, so choosing your friend is one of the most important thing.

Better a poor horse than no horse at all. Because if we walk alone, we are less likely to be in danger. If we are in contact with bad people, we unknowingly get involved in various misdeeds. Drugs, gambling, theft, robbery, various misdeeds are committed by dishonest friends, so we should always leave bad company.

A good friend is like a library because honest and good quality people never leave a friend's danger day all the time they give themselves to help the friend it is the character of honest and good friend. But you will have many friends around you who will come to you for your interests and you will not find them when the interests are gone.

So it is always better to keep away from these milk flies. Life is beautiful with the touch of a good friend. Because they always think positively, they spend themselves for the benefit of the people, they work for the benefit of the society, but they are bad friends, they are like the insects of the society, they can't think of anything but their own interest.

And friends are very important in life. It is very difficult to live without friends. So if you always have a friend like mind, one friend is enough with whom happiness, sorrow, smile, tears, everything can be shared. They are always like a shadow in danger. But if you do not always keep yourself away from bad friends, they will always be the cause of your great danger.

So friends should give us the dignity of time to have time. One thing we must always remember is that a good friend with an honest character is better than 100 friends. So that we can easily share happiness and sorrow with him. And if you do not find such a good friend, then you will walk alone away from bad friends. This will make you less likely to be in danger. At least you will not be deceived by anyone

So friends, so far today. You must comment on how you like my writing. And if there is any mistake in the writing, you must look at it with forgiveness.

Thank you so much for visiting my blog. God bless you.

           BANGLA

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকঃ শেয়ার করব। যেটি আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা আমার আর্টিকেলটা আপনাদের সাথে শেয়ার করি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোটিভেশনাল কিছু গুরুত্বপূর্ণ কথা আশা করি আপনাদের ভালো লাগবে। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা পথ চলা উত্তম।

আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরার জন্য মানুষের অভাব নাই আমাদের চারপাশে। কিন্তু সব সময় মনে রাখতে হবে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তাই সব সময় জীবনে চলার পথে সঙ্গী অথবা বন্ধু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ।

একজন সৎ বন্ধু যেটি করতে পারে,10 জন অসৎ বন্ধু সেটি করতে পারে না। সৎ মানুষের স্পর্শ থাকলে জীবন সুন্দর হয় মন মানসিকতা পরিবর্তন ঘটে আর বন্ধুদের সাথে চলাফেরা করলে জীবন ধ্বংসের দিকে ধাবিত হয় তাই আমাদের বন্ধুর নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়।

খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা পথ চলা উত্তম। কারণ একা পথ চললে বিপদে পড়ার সম্ভাবনা কম থাকে অসৎ মানুষের সংস্পর্শে থাকলে মনের অজান্তেই আমরা নানা রকম অপকর্মের সাথে জড়িয়ে পড়ি অসৎ সঙ্গ কখনো ভাল কিছু করতে দেয় না। নেশা জুয়া চুরি ডাকাতি নানা রকম অপকর্ম অসৎ বন্ধুদের দ্বারা সংঘটিত হয়ে থাকে তাই আমাদের সবসময় অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত।

একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান কারণ সৎ ও ভালো মানের ব্যক্তিরা কখনো বন্ধুর বিপদের দিনে ছেড়ে চলে যায় না সব সময় তারা নিজেকে বিলিয়ে দেয় বন্ধুকে সাহায্য করার জন্য এটি সৎ ও উত্তম বন্ধুর চরিত্র। কিন্তু আপনার আশেপাশে আপনার অনেক বন্ধু থাকবে যারা আপনার স্বার্থের জন্য কাছে আসবে স্বার্থ ফুরালে তাদেরকে আপনি খুঁজে পাবেন না।

তাই এসব দুধের মাছি থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখাই শ্রেয়। একজন ভালো বন্ধুর স্পর্শে জীবন সুন্দর হয়। কারন এরা সবসময় পজিটিভলি চিন্তাভাবনা করে এরা মানুষের উপকারে নিজেদেরকে বিলিয়ে দেয় এরা সমাজের উপকারে কাজ করে থাকে কিন্তু অসৎ বন্ধুগণ এরা সমাজের কীট পতঙ্গের মত এরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই চিন্তা করতে পারেনা।

আর জীবনে চলার পথে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ বন্ধু ছাড়া জীবন চলা অনেক কঠিন। তাই সব সময় মনের মত বন্ধু হলে একজন বন্ধুই যথেষ্ট যার সাথে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু ভাগাভাগি করে নেওয়া যায়। এরা বিপদে-আপদে সবসময় ছায়ার মত পাশে থাকে। কিন্তু অসৎ বন্ধু থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখতে হবে না হলে এরা যে কোন সময় আপনার বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

তাই বন্ধুরা সময় থাকতে সময়ের মর্যাদা দেওয়া আমাদের উচিত। একটি কথা সব সময় আমাদেরকে মনে রাখতে হবে 100 জন বন্ধুর চেয়ে একজন সৎ চরিত্রবান ভালো মনের বন্ধু উত্তম। যেন আমরা তার সাথে অনায়াসে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে পারি। আর যদি এমন ভালো মনের বন্ধু না পাওয়া যায় তাহলে অসৎ বন্ধুদের থেকে দূরে থেকে নিজে একা পথ চলবেন। এতে আপনার বিপদে পড়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আপনি অন্তত কারোর কাছ থেকে প্রতারিত হবেন না

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহাফেজ।

Sort:  
 2 years ago  

A good friend is really good to have. Hope you r in company of good friends
Well said ms.sarmin.