টপ লেয়ার-১ ক্রিপ্টোকারেন্সি // পার্ট: ২

in LeoFinance6 months ago

আমরা গত পর্বে টপ লেয়ার-১ ক্রিপ্টো কারেন্সির লেয়ার-১ প্রথম বিভাগের কয়েন গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে লেয়ার-১ দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের কয়েন গুলো নিয়ে আলোচনা করবো । এটা কোন বিনিয়োগের পরামর্শ নয় বরং একান্তই আমার ব্যক্তিগত মতামত তাই বিনিয়োগের পূর্বে নিজে গবেষণা এবং যাচাইবাচাই করে তবেই বিনিয়োগ করুক ।

hands-4348717_1280.jpg

image source

লেয়ার-১ দ্বিতীয় বিভাগ: আমরা ১০০০০ ডলারের মধ্যে ৭০০০ ডলার লেয়ার-১ প্রথম বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করেছি। এখন বাকি ৩০০০ ডলারের মধ্যে ২০০০ ডলার লেয়ার-১ দ্বিতীয় বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করবো। অর্থাৎ মোট বিনিয়োগের ২০% দ্বিতীয় বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করবো। প্রতিটি কয়েনে ২০০ ডলার বিনিয়োগ করবো ।

১. আইসিপি (ICP): আইসিপি ওয়েব ৩ ট্রেন্ডে অনেক ভাল পারফরমেন্স করতে পারে যদিও কয়েনটি লম্বা সময় ধরে নিম্নমুখী রেখায় গমন করছে এমনকি আরও নিচে যেতে পারে । তবুও এই কয়েনটিকে বর্তমান দামে অল্প পরিমাণে ক্রয় করা যেতে পারে । আমরা আইসিপি কয়েনটিকে $৩,$২.২৫,$১.৫০ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $২০ থেকে $৫০ যেতে পারে ।

২. ইনজেকটিভ (INJ): বর্তমানে ইনজেকটিভ কয়েনটি কিছু টা অতিমূল্যে ট্রেড হচ্ছে । তাই আমরা এই কয়েনটিকে একটু নিচে আসলে ক্রয় করতে পারি এজন্য $৪,$২.৭০,$১.৫০ উত্তম ক্রয় জোন হতে পারে । এই কয়েনটি আগামী বুল রানে অন্ততপক্ষে $২৫ থেকে $৫০ পর্যন্ত যেতে পারে ।

৩. অ্যালগো (ALGO): অ্যালগো কয়েনটি দীর্ঘ সময় ধরে নিম্নমুখী দিকে অবস্থান করছে। আমরা এই কয়েনটিকে $০.০৯,$০.০৬৫,০.০৪ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $১ থেকে $২.৫০ পর্যন্ত যেতে পারে ।

৪. ভেটকয়েন (VET): ভেটকয়েন ২০২১ এর বুল রানে অনেক ভাল পারফরমেন্স করেছেএবং আশা করা যায় আগামী বুল রানেও ভাল পারফরমেন্স করতে পারে । এটা অনেক শক্তিশালী একটা প্রোজেক্ট। আমরা এই কয়েনটিকে $০.০১২, ০.০০৮৫, $০.০০৫ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি ।

৫. ডজকয়েন (DOGE): আমরা সবাই জানি ডজকয়েন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রিয় কয়েন তাই এটি আমাদের ও প্রিয় কয়েনের তালিকায় থাকা উচিত । এটি ২০২১ এ অসম্ভব ভাল পারফরমেন্স করেছে । আমরা এই কয়েনটিকে $০.০৪৫,$০.০৩,$০.০১৬ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি ।

৬. লাইটকয়েন (LTC): একসময় বিটকয়েন, ইথারিয়ামের পরে সবচেয়ে জনপ্রিয় কয়েন ছিল লাইটকয়েন যদিও অনেক প্রতিযোগিতার মুখে এটি অনেকটা পিছিয়ে গেছে তবুও এই কয়েনটি টপ ২০ কয়েনের তালিকায় আছে। তাই আমরা এই কয়েনটিকে $৫০,$৪০, $৩০ এ ক্রয় করতে পারি ।

৭. জিলিকা (ZIL): জিলিকা অনেক ভাল প্রজেক্ট যদিও বেয়ার মার্কেটে এটি অনেক ঘুমন্ত অবস্থায় আছে। আমরা এই কয়েনটিকে $০.০১২৫,$০.০০৯,$০.০০৬৫ এ ক্রয় করতে পারি ।

৮. কাভা (KAVA): কাভা একি সাথে লেয়ার-১ এবং টপ ডেফি কয়েন। আশা করা যায় আগামী বুল রানে এটি ভাল পারফরমেন্স করবে। আমরা এই কয়েনটিকে $০.৫৫,$০.৪০,$০.২৬ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $২ থেকে $৫ যেতে পারে ।

৯. মাল্টিভারসএক্স (EGLD): মাল্টিভারসএক্স একটি অনেক শক্তিশালী প্রজেক্ট । এটি ২০২১ এর বুল রানে প্রায় $৫০০ এ হিট করছিল যদিও এখন $২৩ এ ট্রেড হচ্ছে তবুও ভবিষ্যত পরিকল্পনা মোতাবেক আমরা এই কয়েনটিকে $২০,$১৪,$৮ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $১০০ থেকে $২৫০ যেতে পারে ।

১০. আডাকয়েন (ADA): আডা অতি ধীর গতির কয়েন যদিও এটি ২০২১ এ অনেক ভাল পারফরমেন্স করেছে এমনকি সব সময় টপ ১০ কয়েনের তালিকায় অবস্থান করছে। তাই এই কয়েনটিকে আমরা $০.১৬,$০.১০,$০.০৬৫ এ ক্রয় করতে পারি ।

লেয়ার-১ তৃতীয় বিভাগ: লেয়ার-১ তৃতীয় বিভাগে আমাদের অবশিষ্ট ১০০০ ডলার বিনিয়োগ করবো অর্থাৎ প্রতিটি কয়েনে $১০০ করে বিনিয়োগ করবো ।

১. টনকয়েন (TON): টনকয়েন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের কয়েন তাই বলা যায় এই প্রজেক্টটির টিম অনেক শক্তিশালী এবং ভবিষ্যতে ভাল কিছু করতে পারি । ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী আমরা এই কয়েনটিকে $১,$০.৬৫,$০.৪০ এ ক্রয় করতে পারি ।

২. ট্রোন ( TRON): ট্রোন ক্রিপ্টো জগতের জনপ্রিয় ব্যক্তি জাসটিন সানের কয়েন। এই ব্লকচেইনে সবচেয়ে বেশি স্টাবলকয়েন লেনদেন হয়। আমরা ট্রোন কয়েনটিকে $০.০৪, $০.০২৬,$০.০১৬ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে ০.৩০ থেকে $০.৫০ এ যেতে পারে ।

৩. ফ্যানটম (FTM): ফ্যানটম ২০২১ এ অসম্ভব ভাল পারফরমেন্স করেছে এবং আশা করা যায় এটি আগামী বুল রানে ভাল পারফরমেন্স করবে। আমরা এই কয়েনটিকে $০.১৭,$০.১১,$০.০৬৫ এ ক্রয় করতে পারি ।

৪. ফ্লো (FLOW): ফ্লো দীর্ঘ সময় ধরে নিম্নমুখী দিকে গমন করছে। এই কয়েনটি অনেক ভাল পারফরমেন্স করার কথা থাকলেও হতাশাজনক পারফরমেন্স করছে। যদিও ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী আমরা এই কয়েনটিকে $০.৪০,$০.২৬,$০.১৫ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $৩ থেকে $১০ যেতে পারে ।

৫. সেই (SEI): সেই কয়েনটি অতি সম্প্রতি মার্কেটে এসেছে । আগেও বলেছি নতুন কয়েন গুলো বুল মার্কেটে ভাল পারফরমেন্স করে। সেই কথা মাথায় রেখে আমরা সেই কয়েনটিকে নির্বাচন করেছি। এই কয়েনটি $০.১,$০.০৫৫,$০.০৩ এ ক্রয় করতে পারি ।

৬. সেলো (CELO): সেলো কয়েনটি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যদিও এটার ভাল করার সম্ভাবনা আছে কারন অনেক ভাল প্রজেক্ট দীর্ঘ সময়ে উন্নতির ফলে ভবিষ্যতে ভাল করে। তাই আমরা এই কয়েনটিকে $০.৪০, $0.২৬,$০.১৬ এ ক্রয় করতে পারি ।

৭. ওয়েভস (WAVES): ওয়েভস অনেক পুরোনো একটা কয়েন। বরাবরের মতো বুল রানে এটি ভাল পারফরমেন্স করেছে। তাই ইতিহাস পর্যালোচনা করে আমরা এই কয়েনটিকে $১.২৫,$০.৮০,$০.৫০ এ ক্রয় করতে পারি ।

৮. টেজোস (XTZ): টেজোস কয়েনটিও বিপুল সম্ভাবনাময় কয়েন। এই কয়েনটি $০.৬০,$০.৪০,$.২৫ এ ক্রয় করতে পারি ।

৯. থরচেইন (RUNE): থরচেইন কয়েন টি আমরা $১, $0.৬০,$০.৪০ এ ক্রয় করতে পারি ।

১০. মুনবিম (GLMR): মুনবিম কয়েনটি ভবিষ্যতে ভাল করার সম্ভাবনা আছে । আমরা এই কয়েনটিকে $০.১৬,$.১০,$০.০৬৫ এ ক্রয় করতে পারি ।

আজ এই পর্যন্তই । আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো । আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, ধন্যবাদ ।

Sort:  

Congratulations @sadikulaziz! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You made more than 2000 comments.
Your next target is to reach 2500 comments.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP