টপ লেয়ার ওয়ান ক্রিপ্টোকারেন্সী ।। পার্ট-১

in LeoFinance7 months ago

লেয়ার ১ ব্লকচেইন বলতে মূলত ব্লকচেইনের প্রধান বা মূল নেটওয়ার্ককে বোঝানো হয় যা অন্য ব্লকচেইনের সাহায্য ছাড়াই লেনদেন করতে পারে যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা ইত্যাদি । আজকে আমরা লেয়ার ১ ব্লকচেইন সম্পর্কিত কিছু ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব। এটা কোন বিনিয়োগ সম্পর্কিত উপদেশ নয়, বরং আমার ব্যক্তিগত মতামত । তাই অবশ্যই বিনিয়োগের পূর্বে নিজে গবেষণা এবং যাচাইবাচাই করে তবেই বিনিয়োগ করুন। ক্রিপ্টোতে বিনিয়োগ অবশ্যই ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই বিনিয়োগের পূর্বে যথেষ্ট গবেষণা প্রয়োজন । লেয়ার ওয়ান ক্রিপ্টো কয়েন গুলো সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত তাই আমরা বিনিয়োগের জন্য সর্বপ্রথম লেয়ার ওয়ান ক্রিপ্টো কয়েন গুলো নির্বাচন করেছি। সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে আশা করা যায় আগামী বুল রানে আমরা একটা ভাল মুনাফা অর্জন করতে পারি। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন ২০১৭ এবং ২০২১ এর বুল রানে সীমিত সংখ্যক লেয়ার ওয়ান কয়েন বিদ্যমান থাকলেও ২০২৩ এ অনেকগুলি লেয়ার ওয়ান কয়েন বিদ্যমান তাই আমরা অনেক গবেষণা করে ৩০ টি কয়েন নির্বাচন করেছি এবং এগুলোকে তিনটি বিভাগে ভাগ করেছি যেমন

১. প্রথম লেয়ার-১ বিভাগ
২. দ্বিতীয় লেয়ার-১ বিভাগ
৩. তৃতীয় লেয়ার-১ বিভাগ

তাই ভয় পাবার কোন কারণ নেই। আপনার মূলধন সীমিত হলে আপনি শুধুমাত্র প্রথম লেয়ার-১ বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করবেন আর আপনার মূলধন বেশি থাকলে তিনটি বিভাগেই বিনিয়োগ করতে পারেন। প্রথম বিভাগটি বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ হবে তবে মুনাফার সম্ভাবনা দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের তুলনায় তুলনামূলক ভাবে কম হতে পারে । যদি আপনার কাছে ০০০০০ অঙ্কের মূলধন থাকে তবে প্রথম লেয়ার-১ বিভাগে ৭০% বিনিয়োগ করুন, দ্বিতীয় লেয়ার-১ বিভাগে ২০% বিনিয়োগ করুন এবং তৃতীয় লেয়ার-১ বিভাগে ১০% বিনিয়োগ করুন। এতে করে আগামী বুলরানে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে এবং ভাল মানের মুনাফা পাবার সম্ভাবনা বেড়ে যাবে । আজকে আমরা শুধুমাত্র প্রথম লেয়ার-১ বিভাগের কয়েন গুলো নিয়ে আলোচনা করবো। পরবর্তী পোস্টে দ্বিতীয় লেয়ার-১ বিভাগ এবং তৃতীয় লেয়ার-১ বিভাগেরকয়েন গুলো নিয়ে আলোচনা করবো ।

image source

প্রথম লেয়ার-১ বিভাগ:



১. বিটকয়েন (BTC): বিটকয়েনকে বলা হয় মাদার কারেন্সি তাই বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নিরাপদ এবং প্রথম পছন্দ বিটকয়েন। আমরা বিভাগ ১ এর জন্য যে ৭০% মূলধন নির্বাচন করেছি অর্থাৎ ৭০০০ ডলারের মধ্যে ২৫০০ ডলার বিটকয়েনে বিনিয়োগ করব। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ২৫০০ ডলার একবারে বিনিয়োগ করবো না বরং তিনধাপে বিনিয়োগ করব। যেমন বিটকয়েনের দাম $২৪,০০০ এ আসলে আমরা ৫০০ ডলার বিনিয়োগ করবো, $২১,০০০ এ আসলে ১০০০ ডলার, $১৭,০০০ এ আসলে বাকি ১০০০ ডলার বিনিয়োগ করবো । এভাবে বিনিয়োগ করলে আপনি বড় রকমের লোকসান হতে রক্ষা পাবেন। আশা করা যায় বিটকয়েন আগের সর্বোচ্চ রেকর্ড $৭০০০০ ভেঙে নতুন সর্বোচ্চ রেকর্ড তৈরি করবে যেটা অতীতেও করেছে।

২. ইথেরিয়াম(ETH): সত্যিকারের লেয়ার ওয়ান ব্লকচেইন বলতে মূলত ইথেরিয়ামকে বোঝানো হয় । এটা সবচেয়ে জনপ্রিয় লেয়ার-১ ব্লকচেইন এমনকি এই ব্লকচেইনের উপর অনেকগুলো লেয়ার-২ ব্লকচেইন তৈরি হয়েছে । আমাদের ৭০০০ ডলারের মধ্যে ইথেরিয়ামে ১৫০০ ডলার বিনিয়োগ করবো । অর্থাৎ বিটকয়েন এবং ইথেরিয়ামে আমরা টোটাল ৪০০০ ডলার বিনিয়োগ করবো যা মূলধনের ৪০%। তবে ইথেরিয়াম বা অন্যান্য কয়েনগুলোতেও বিটকয়েনের মত তিন ধাপে বিনিয়োগ করবো । এক্ষেত্রে ইথেরিয়ামকে আমরা $১৪০০, $১১৫০, $৯০০ ডলারে ক্রয় করতে পারি। আশা করা যায় ইথেরিয়াম আগের সর্বোচ্চ রেকর্ড $৫০০০ ভেঙে নতুন সর্বোচ্চ রেকর্ড তৈরি করবে ।

৩. সোলানা (SOL): ইথেরিয়ামের বিকল্প শক্তিশালী লেয়ার ১ ব্লকচেইন বলা হয় সোলানাকে। সোলানা ২০২০ সালে মার্কেটে আসার পর ২০২১ সালের বুল মার্কেটে অসম্ভব ভাল পারফরমেন্স করেছে । এটি প্রায় $০.৫০~$১ থেকে $৩৫০ এ গিয়ে পৌছে ছিল। এখন $২০ এ ট্রেড হচ্ছে । আমরা ২০২৫ বুল মার্কেট এ এই কয়েনটিকে হয়ত $২০০ থেকে $৩০০ বা তারও বেশি দামে দেখতে পারি এটি নির্ভর করে সোলানা ব্লকচেইনের টিমের উন্নতি এবং অগ্রগতির উপর। তাই আমরা $১৭,$১৪,$১০ এই ভিন্ন দামে সোলানা কয়েনটিকে ক্রয় করতে পারি ।

৪. পলকাডট (DOT): পলকাডট ইকোসিস্টেম অনেক বড় এবং পলকাডট প্যারাচেইন ইকোসিস্টমে অনেকগুলো ব্লকচেইন কাজ করে । ক্রিপ্টো বিশেষজ্ঞদের মতে পলকাডট ভবিষ্যতে অনেক ভাল করবে। সেজন্য আমরা পলকাডটকে লেয়ার ১ প্রথম বিভাগে স্থান দিয়েছি। এটি ২০২১ এর বুল রানে প্রায় $৫০ এ হিট করছিল। যদিও এটির বর্তমান পারফরম্যান্স খুবই হতাশাজনক কারন এটি বর্তমানে $৪ এর নিচে ট্রেড হচ্ছে তবুও ভবিষ্যত পরিকল্পনা মোতাবেক আমরা $৩.৮০,$৩,$২.৫০ এই ভিন্ন দামে পলকাডট কয়েনটিকে ক্রয় করতে পারি । আশা করা যায় এটি আগামী বুল রানে অন্ততপক্ষে $২০ থেকে $৫০ এ হিট করবে।

৫. বিএনবি(BNB): বিএনবি এসএসসি(BSC20), বিকন(BEP2), ওপিবিএনবি(OpBNB) এই তিনটি ব্লকচেইনের নেটিভ কয়েন। এক কথায় বলতে গেলে ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় এক্সেচেন্জ বাইন্যান্স এর কয়েন। এটি ২০২১ এর আগে ৩০$ থেকে ৪০$ এ ট্রেড হতো কিন্তু ২০২১ এর বুল রানে এটি অসম্ভব ভাল পারফরমেন্স করেছে এবং প্রায় ৬৫০$ এ হিট করেছে। এমনকি ২০২২, ২০২৩ এর বেয়ার মার্কেটেও এটি ভাল পারফরমেন্স করছে মূলত এটির বিপুল বাবহারবিধির কারনে। আমরা এই কয়েনটিকে $১৮০,$১৪০,$১০০ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি । আশা করা যায় এটি আগের সর্বোচ্চ রেকর্ড ৬৫০$ হিট করবে এমনটি এর চেয়ে ভালো করতে পারে ।

৬. আপটোস(APT): আপটোস সোলানা ব্লকচেইনের চেয়ে অনেক দ্রুত গতির ব্লকচেইন। এটি ২০২২ এ মার্কেটে আসে এবং আপটোস ব্লকচেইনের টেস্টনেট ব্যবহারকারীদের অনেক বড় এয়ারড্রপ প্রদান করে। এজন্য এটি অনেক জনপ্রিয় ব্লকচেইন যার কমিউনিটি অনেক বড় । আশা করা যায় এটি ২০২৫ এর বুল রানে অনেক ভাল পারফরমেন্স করতে পারে। আমরা এই কয়েনটিকে $৪, $৩.২৫ এবং $৩ এর নিচে ক্রয় করতে পারি ।

৭. কসমস (ATOM): কসমস ইকোসিস্টেম অনেক বড় এবং ব্যাপক জনপ্রিয়। এই ইকোসিস্টমে অনেক গুলো ব্লকচেইন তৈরি হয়েছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েন ATOM যা কসমস ব্লকচেইনের নেটিভ কয়েন। এটি ২০২১ এর বুল রানে অসম্ভব ভাল পারফরমেন্স করেছে । আমরা এই কয়েনটিকে $৫.৫০,$৪,$৩ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অনেক ভাল পারফরমেন্স করবে।

৮. এভালেইনচ (AVAX): এভালেইনচ একটি অনেক জনপ্রিয় ব্লকচেইন। এটি ২০২১ এ প্রায় $২ থেকে $১৫০ এ হিট করছিল । বর্তমানে $১০ এর নিচে ট্রেড হচ্ছে । আমরা এই কয়েনটিকে $৬.৫০, $৫, $৩.৫০ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $৫০ থেকে $১০০ এ যেতে পারে ।

৯. নেয়ার প্রটোকল (NEAR): নেয়ার বিপুল সম্ভাবনাময় ব্লকচেইন। বিশেষজ্ঞদের মতে এই ব্লকচেইনটি ভবিষ্যতে অনেক ভাল পারফরমেন্স করতে পারে যদিও এটির বর্তমান পারফরমেন্স অনেকটা হতাশাজনক তবুও ভবিষ্যতে পরিকল্পনা মাথায় রেখে আমরা এই কয়েনটিকে $১,$০.৭৫,$.৫৫ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $১০ থেকে $২০ যেতে পারে ।

১০. সুই(SUI): সুই ব্লকচেইন অনেকটা এপটোস ব্লকচেইনের কপি বলা যায় কারন এটি এপটোসের মত একই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরী করা হয়েছে এবং কার্যক্রম প্রায় এক রকম। এই কয়েনটি অতি সম্প্রতি মার্কেটে এসেছে এবং প্রায় সময় দেখা যায় বুল রানের আগে আসা কয়েনগুলো আগামী বুল রানে ভাল পারফরমেন্স করে থাকে যা আমরা অতীত বুল রানে দেখেছি এজন্য সুই কে আমার প্রথম লেয়ার-১ বিভাগে স্থান দিয়েছি। আমরা এই কয়েনটিকে $০.৪০,$০.২৫,$০.১৬ এ ক্রয় করতে পারি । আশা করা যায় এটি আগামী বুল রানে অসম্ভব ভাল পারফরমেন্স করবে।

আজকে এই পর্যন্তই । পরবর্তী পোস্টে দ্বিতীয় লেয়ার-১ বিভাগ এবং তৃতীয় লেয়ার-১ বিভাগের কয়েন গুলো নিয়ে আলোচনা করবো । আপনার কোন প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্স এ জানাবেন। ধন্যবাদ