ফটোগ্রাফি
আমি
আমার নাম নুসরাত জাহান আমার বাড়ি বাংলাদেশ। আমি একজন কলেজ ছাত্রী। আমি সবে কলেজে পড়া শুরু করেছি।
কিছুদিন আগে আমি বগুড়া শহরের মহাস্থানগড়ে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি একটি রিসোর্টে বেড়াতে গিয়েছি এই রিসোর্টের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ সেরেছিলাম খুব সুন্দর খাবারের পরিবেশ এখান থেকে আমি এই ছবি গুলো সংগ্রহ করেছি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব।
রিসোর্টের গেট দিয়ে আমরা যখন রিসোর্ট এর মধ্যে প্রবেশ করি। রাস্তা দিয়ে যখন আমরা রিসোর্ট পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন এই ছবিগুলি সংগ্রহ করা হয়েছে। এবং রিসোর্টের গেটে একটি কলার গাছের মতন গাছ দেখতে আমি ছবিগুলো তুলেছি। গাছের নাম আমার সঠিক জানা নেই যদি আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এই রাস্তার দুইপাশে সুন্দর করে গাছ লাগানো আছে মাঠের মধ্যে এগুলি মাঠের মতন দেখতে চতুর্পাশে গাছ লাগান আছে। ফুলের গাছ এবং পাতাবাহারের গাছ দেখতে অসাধারণ সুন্দর। এখানে প্রত্যেকদিন অসংখ্য লোকজন আসে। কিন্তু আজকে শুক্রবার দিন থাকায় লোকজনের ভিড় কম।
ক্যামেরা | স্যামসাং |
---|---|
৪৮ | মেগা পিক্সেল |
লোকেশন | বগুরা, বাংলাদেশ |
View or trade
BEER
.Hey @nusrat01, here is a little bit of
BEER
from @pixresteemer for you. Enjoy it!Did you know that you can use BEER at dCity game to **buy dCity NFT cards** to rule the world.