আমাদের বগুড়া মহাস্থানগড়ের সুন্দর একটি রিসোর্ট

in Evergreen Bangladesh4 years ago


ফটোগ্রাফি



আমি

আমার নাম নুসরাত জাহান আমার বাড়ি বাংলাদেশ। আমি একজন কলেজ ছাত্রী। আমি সবে কলেজে পড়া শুরু করেছি।



কিছুদিন আগে আমি বগুড়া শহরের মহাস্থানগড়ে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি একটি রিসোর্টে বেড়াতে গিয়েছি এই রিসোর্টের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ সেরেছিলাম খুব সুন্দর খাবারের পরিবেশ এখান থেকে আমি এই ছবি গুলো সংগ্রহ করেছি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব।

20211008_101646.jpg

রিসোর্টের গেট দিয়ে আমরা যখন রিসোর্ট এর মধ্যে প্রবেশ করি। রাস্তা দিয়ে যখন আমরা রিসোর্ট পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন এই ছবিগুলি সংগ্রহ করা হয়েছে। এবং রিসোর্টের গেটে একটি কলার গাছের মতন গাছ দেখতে আমি ছবিগুলো তুলেছি। গাছের নাম আমার সঠিক জানা নেই যদি আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

20211008_101736.jpg

এই রাস্তার দুইপাশে সুন্দর করে গাছ লাগানো আছে মাঠের মধ্যে এগুলি মাঠের মতন দেখতে চতুর্পাশে গাছ লাগান আছে। ফুলের গাছ এবং পাতাবাহারের গাছ দেখতে অসাধারণ সুন্দর। এখানে প্রত্যেকদিন অসংখ্য লোকজন আসে। কিন্তু আজকে শুক্রবার দিন থাকায় লোকজনের ভিড় কম।

20211008_101746.jpg

20211008_101810.jpg

20211008_101812.jpg

20211008_101821.jpg

ক্যামেরাস্যামসাং
৪৮মেগা পিক্সেল
লোকেশনবগুরা, বাংলাদেশ


আমার পোস্ট পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!

Sort:  

pixresteemer_incognito_angel_mini.png
Bang, I did it again... I just rehived your post!
Week 78 of my contest just started...you can now check the winners of the previous week!
!BEER
3


Hey @nusrat01, here is a little bit of BEER from @pixresteemer for you. Enjoy it!

Did you know that you can use BEER at dCity game to **buy dCity NFT cards** to rule the world.