আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । THE DIARY GAME এ এটা আজ আমার ৭ম পোস্ট । আজকের দিনটি বিভিন্ন কিছুর মধ্য দিয়ে কেটে গেছে । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
আজকে আমি ভোর ৪ টা ২৫ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে হাত মুখ ধুয়ে নেই । তারপর অজু ফজরের সালাত আদায় করি । এরপর আমি আব্বুর সাথে আব্বুর কাজে যাই । আব্বুর সাথে এক বাসায় আইপিএস সেটাপ ও ওয়্যারিং এর কাজ করি । দুপুর ১২ টার মধ্যে আমাদের সব কাজ শেষ হয় । কাজের ফাকে আমি আর আব্বু হোটেল থেকে সকালের নাস্তা করে নেই । অনেক সকালে আসার ফলে বাসা থেকে খেয়ে আস্তে পারি না । হোটেল থেকে ডিম আর বুটের ডাল দিয়ে খিচুরি খাই । কারণ সেই হোটেলের খিচুরি টা অনেক মজাদার হয় । তাই সবাই এটা খায় । কাজ শেষ করে এসে আমি একটু বিশ্রাম করি ।
তারপর কম্পিউটার চালু করে একটু ইন্টানেটে ঘাটাঘাটি করি । জোহরের আজান দিলে আমি গোসল করে সালাত আদায় করে নেই । তারপর দুপুরের খাবার খেয়ে নেই । দুপুরের খাবারে আজ আমি ভাত ও গরুর মাংস খাইছিলাম । খাওয়া শেষ হলে আমি আবার কম্পিউটার চালু করি এবং কিছু ছবি ইডিট করি । ইডিট করা শেষে এগুলো দিয়ে স্টিমিটে পোস্ট করি । এরপর আসরের সালাত আদায় করে নেই ।
সালাত শেষে তৈরি হয়ে বাজারে যাই আমার এক মামাতো ভাইয়ের কাছে । মামাতো ভাই এবার এসএসসি পরিক্ষা দিয়েছে । আজ থেকে কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে । তাই সে আমায় ডেকেছে কোন কলেজে কোন বিষয়ে চয়েজ দিলে ভালো হবে তা সম্পর্কে পরামর্শ নেয়ার জন্য । বাজারে গিয়ে আবেদন এর কাজ শেষ হলে আমি একটু বাজারে ঘুরি । তখন আমার বন্ধু লিমন আমাকে ফোন করে ঘুরার জন্য । তারপর আমরা একসাথে অনেক্ষণ ঘুরাফেরা করি । আমাদের সাথে এক ছোট ভাই হৃদয় ছিলো । এর মাঝে আমি কিছু ছবি তুলি ।
ঘুরাফেরা শেষে মাগরিবের সালাত আদায় করে আপুর সাথে বাসায় চলে আসি । বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেই । তারপর এশার সালাত আদায় করে রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে ভাত ও ইলিশ মাছ ছিলো । খাওয়া শেষে কম্পিউটার চালু করি পোস্ট লিখার জন্য । লিখার মাঝে বার বার বিদ্যৎ চলে যাচ্ছিলো অনেক কষ্টে লিখা সম্পুর্ণ করে ছবি আপলোড করতে গিয়ে দেখি ইন্টারনেট কানেকশন স্লো হয়ে আছে । অনেক চেষ্টা করে ছবি আপলোড দিতে না পেরে ছবি ছাড়াই পোস্ট করতে গিয়েও ব্যর্থ হলাম । পরে কম্পিউটার বন্ধ করে ঘুমিয়ে পরি এবং সকালে উঠে পোস্ট টা পাবলিশ করতেছি ।
তো এভাবেই বিভিন্ন কিছুর ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।
© All Of These Pictures Are Originally Taken By Myself.
About Me
Name: | Ashik |
---|---|
Age: | 20 |
Occupation: | Student |
Location: | Bangladesh |
Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.
Congratulations @ashik88! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP