Review at a Fuchka restaurant in front of my college/আমার কলেজের সামনের একটি ফুচকা রেস্টুরেন্টে রিভিউ

in OCD2 years ago (edited)


ENGLISH



Fuchka Restaurant Review



Hello friends, I hope you are all well. A few days ago I went on a trip with my father to our college area. While traveling there, I saw a beautiful Fuchka shop and bought Fuchka for a home from there. But I didn't sit in that restaurant and eat fuchka. I took the parcel and told everyone to eat at home.

20220328_201500.jpg

After buying Fuchka from the hotel, we went back home on a motorcycle with my father. Fuchka was served at home. I have eaten food from this restaurant before. They cook food in a beautiful environment. Fuchka is the national dish here. The store is usually designed for Fuchs. But there are Chinese items along with it. Such as chicken fry chicken, beef pressure more etc.

20220328_201510.jpg

There are beverages in the fridge such as 7 up, Coca-Cola, Pepsi different types of beverages are cold here. If you don't drink cold water after eating Chinese food in a restaurant. In our country at least everyone adopts this practice. There is not much space to sit here. There are two tables that can seat 5 to 10 people and there are tables set outside this restaurant. People can sit there.

20220328_201516.jpg

There is a small table next to the fridge. Where food is prepared and from there food is served to the customer. There is also an environment for parcel delivery. College students come and gather here as they prepare food in this very beautiful restaurant. Fuchka is especially sold here and there are a lot of people from outside to eat Fuchka, not just college students.

20220328_204350.jpg

From here I came back home with Fuchka and served. The whole family ate together. It was better to have talk. Given here and I took a bite and played with several gestures and photographed with him.

20220328_204353_1_.jpg

Today I have reviewed the restaurant among you with Fuchka review. I bought Fuchka from this restaurant almost every day from my father. Really happy to share with you. See you later. Stay healthy everyone Assalamu Alaikum.



বাংলা



ফুচকা রেস্টুরেন্ট রিভিউ



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। কয়েকদিন আগে আমার বাবার সঙ্গে ভ্রমণ করতে গিয়েছিলাম আমাদের কলেজে এলাকায়। সেখানে ভ্রমণ করতে গিয়ে আমি সুন্দর একটি ফুচকার দোকান দেখেছি এবং সেখান থেকে বাসার জন্য ফুচকা কিনেছি। কিন্তু আমি সেই রেস্তোরাঁয় বসে ফুচকা খাইনি। আমি পার্সেল নিয়েছিলাম বাসায় সবাই মিলে খাবো বলে।

20220328_201500.jpg

হোটেল থেকে আমরা ফুচকা কেনার পর বাবার সঙ্গে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে গেলাম। বাসায় গিয়ে ফুচকা পরিবেশন করা হল। এই রেস্টুরেন্ট থেকে খাবার আমি এর আগেও খেয়েছি খু।বই সুন্দর পরিবেশে তারা খাবার রান্না করে। ফুচকা এখানকার জাতীয় খাবার। দোকানটি সাধারণত ফুচকার জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি চাইনিজ আইটেম রয়েছে। যেমন মুরগির চিকেন ফ্রাই, গরুর মাংসের চাপ আরও ইত্যাদি।

20220328_201510.jpg

এখানে ফ্রিজে বেভারেজ রয়েছে যেমন সেভপন আপ, কোকাকোলা, পেপসি বিভিন্ন ধরনের বেভারেজ ঠান্ডা এখানে রয়েছে। রেস্টুরেন্টে চাইনিজ খাবার খাবারের পর মানুষের ঠান্ডা জাতীয় পানি ড্রিংক না করলে হয়না। আমাদের দেশে অন্তত এই প্রথা অবলম্বন করে সকলে। এখানে বসার জন্য খুব বেশি জায়গা নেই। দুইটা টেবিল রয়েছে সেখানে ৫ থেকে ১০ জন বসতে পারবে এবং এই রেষ্টুরেন্টের বাহিরে টেবিল সেট করা আছে। সেখানে মানুষ বসতে পারে।

20220328_201516.jpg

ফ্রিজের পাশে ছোট্ট একটা টেবিল আছে। যেখানে খাবার তৈরি করা হয় এবং সেখান থেকে কাস্টমারের জন্য খাবার পরিবেশন করা হয়। এছাড়াও এখানে পার্সেল দেওয়ার পরিবেশ তৈরী করা আছে। খুবই সুন্দর সুন্দর এই রেস্টুরেন্টে খাবার তৈরি করে বলে এখানে কলেজের ছাত্রীরা এসে ভিড় জমায়। বিশেষ করে এখানে ফুচকা বিক্রয় হয় এবং ফুচকা খাওয়ার জন্য বাহিরে থেকেও প্রচুর মানুষ এখানে আছে শুধু কলেজের ছাত্রছাত্রী নয়।

20220328_204350.jpg

এখান থেকে ফুচকা নিয়ে বাসায় ফিরে এসে আমি পরিবেশন করেছি। পরিবারের সবাই মিলে একসঙ্গে খেয়েছি। টক আছে আরো ভালো লাগলো। এখানে দেওয়া আছে এবং আমি ফুচকা নিয়েছি বেশ কয়েকটা অঙ্গভঙ্গিতে খেলাম তার সঙ্গে ফটোগ্রাফি করলাম।

20220328_204353_1_.jpg

আজকে আমি আপনাদের মাঝে ফুচকা রিভিউ সহ আপনাদের মাঝে রেস্টুরেন্ট রিভিউ করলাম। আমি এই রেস্টুরেন্ট থেকে প্রায় দিন ফুচকা কিনে নিয়ে আমার বাবার কাছ থেকে। আপনাদের মাঝে শেয়ার করে সত্যি আনন্দিত। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room