উচ্চশিক্ষা আমাদের অধিকার – আন্দোলন আমাদের অস্ত্র ✊

in Hive-Bangladesh6 months ago

আজ আমরা রাজপথে!
আমাদের ৮ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা united – আমরা ready!

আমাদের দাবি: ১. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করো।
২. বিএসসি ইন এগ্রিকালচার (অনার্স) এ সরাসরি ভর্তি নিশ্চিত করো।
৩. কৃষি শিক্ষার্থীদের পেশাগত মর্যাদা প্রদান করো।
৪. চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করো।
৫. প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে আধুনিক ল্যাব স্থাপন করো।
৬. শিক্ষা উপকরণে ভর্তুকি দাও।
৭. ছাত্রাবাস ও পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করো।
৮. ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রোগ্রামের মান উন্নয়ন করো।

আমরা চাই অধিকার, অনুগ্রহ নয়।
আমরা চাই ন্যায্যতা, বৈষম্য নয়।
আমরা শিক্ষার্থী – আমরা হার মানি না!

#আমাদেরআন্দোলনচলবেই
#ডিপ্লোমাছাত্রঅধিকার
#উচ্চশিক্ষাআমাদেরঅধিকার

Sort:  

ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে ছাত্রসমাজ জানিয়ে দিল—অধিকার ছিনিয়ে নিতে হয়।
কৃষি শিক্ষার্থীদের প্রতি অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দ্রুত সমাধান চাই!

Thank you

উচ্চশিক্ষা আমাদের অধিকার, তা নিয়ে কোনো ছাড় নয়।
কৃষি ডিপ্লোমা ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য চলমান আন্দোলন চলছে দেশব্যাপী।
শিক্ষা নিয়ে বৈষম্য নয়, সমতা চাই সর্বস্তরে।

Thank you

উচ্চশিক্ষা কোনও বিলাসিতা নয়, এটা আমাদের মৌলিক অধিকার।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলন ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম।
তাদের প্রতিবাদ যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ পাওয়া সবার প্রাপ্য।
আমরা এই ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করি।

Thank you

ডিপ্লোমা কৃষি ছাত্রদের ন্যায্য দাবিকে অবজ্ঞা করার দিন শেষ!
৮-১এস আমাদের অধিকার, অনুগ্রহ নয় — এটা নিয়ে আর দেরি চলবে না।
ব্যবস্থার ভেতরের অন্যায় আর গোপন ফাঁকি আমরা জানি, আর চুপ থাকব না।
আমাদের ঘাম ঝরে মাঠে, আমাদের গলা ঝরে দাবিতে।
এই আন্দোলন শুধু ছাত্রদের নয় — কৃষির ভবিষ্যতের আন্দোলন।
সমাধান চাই, আশ্বাস না — সিদ্ধান্ত চাই, প্রতিশ্রুতি না।
এটাই সময়, একসাথে গর্জে উঠি!
#ডিপ্লোমাছাত্রআন্দোলন

এই দাবিগুলো খুবই যৌক্তিক এবং সময়োপযোগী। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানে সমান সুযোগ পাওয়া উচিত। আমি এই আন্দোলনের সাথে একমত এবং পাশে আছি।
#আমাদেরআন্দোলনচলবেই #উচ্চশিক্ষাআমাদেরঅধিকার

ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে ছাত্রসমাজ জানিয়ে দিল—অধিকার ছিনিয়ে নিতে হয়।
কৃষি শিক্ষার্থীদের প্রতি অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দ্রুত সমাধান চাই!

right Vai . We are all with you

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, চাই বাস্তবসম্মত সিদ্ধান্ত।
ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করতেই হবে।
আমরা একতাবদ্ধ।