আজ আমি করোনাকালীন বাংলাদেশের পরিবহন খাত নিয়ে কিছু লিখতে চাই...

in BDCommunity5 years ago

"করোনাকালীন বাংলাদেশের পরিবহন"
বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্ত দেশ হিসেবে ছোট হলে ও এর জনসংখা কিন্ত অনেক বেশি। ছোট আয়তনের এই দেশটিতে প্রায় ১৮ কোটি লোকের বসবাস। অধিকাংশ মানুষ ই গরীব, যারা দিন আনে এবং দিন খায়। বর্তমান সময়ে সারা দুনিয়া ব্যাপী করোনা ভাইরাস নামক একটি ভাইরাস মহামারী আকার ধারন করেছে। এই ভাইরাস নাকি চীনের উহান প্রদেশ থেকে সারা দুনিয়া ব্যাপী ছডিয়ে পডেছে। ভাইরাসটি যেমন সারা দুনিয়া ব্যাপী ছডিয়ে পডেছে তেমনি বাংলাদেশে ও এটি সমান তালে প্রভাব বিস্তার করেছে। যাই হোক এই করোনার মধ্যে ও আমরা বাংলাদেশের মানুষেরা কোন ভাবে জীবনযাপন করে যাচ্ছিলাম, করোনা কালীন সময়ে বাংলাদেশ সরকার সাধারন ছুটি বা লকডাউন ঘোষনা করে, এবং সারা দেশের পাবলিক পরিবন বা বাস চলাচল বন্ধ করে দেন। তারপর ও আমরা সাধারন মানুষ যে যেভাবে পারছি পায়ে হেঁটে রিকশায় চডে বা যে যেভাবে পারছি নিজের কর্মস্থলে গিয়েছি। কিন্ত আসল ঘটনাটা ঘটলো তখনই যখন পাবলিক বাস বা গণ পরিবহণ আবার সবার জন্ন খুলে দেওয়া হল। আর সেটা হলো গনপরিবহনের ভাডা ৬০% বৃদ্ধি করে দেওয়া । অথচ দুনিয়ার কোথা ও গনপরিবহনের ভাডা এক পয়সা ও বাডায়নি।সেটা ও মানলাম কিন্ত এইটা কিভাবে মানা যায় যখন ভাডা দিগুণ বা তার চেয়ে ও বেশি আদায় করা হয়। আমরা যারা মধ্যবৃত্ত বা গরীব মানুষ আছি তাদের পক্ষে এই অসহনীয় ভাডা বহন করা কতটা সম্ভব।আমাদের সরকার কি পারত না আমাদের দিকটা বিবেচনা করে পরিবহণ ভাডা না বাডাতে...?

(Image not shown due to low ratings)

(Image not shown due to low ratings)

Images were hidden due to low ratings.
Sort:  

এই করোনায় কিছু দল বা লোক নিম্ন আায়ের মানুষদের লুটে নেওয়ার ধান্দা করছে। মনে হয় না এখন আর ভাড়া কমাবে।

Hi @ahconics, your post has been upvoted by @bdcommunity courtesy of @simplifylife!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON