ভালো মানুষ

in BDCommunity5 years ago (edited)

আমি বড়ই ভালো মানুষ
সঠিক পথে চলি,
সঠিক পথের সন্ধান করি
সত্য কথা বলি।
চাইনা আমি আমার দ্বারা
কারো ক্ষতি হোক,
আমায় নিয়ে নিন্দুকেরা
শত কথা কউক।
লোকের কথায় আমি যেন
বিপদগামী না হই,
নিজেকে আমি বিলিয়ে দিয়ে
সত্যিকার মানুষ হই।
গরিব দুঃখীর পাশে যেন
থাকতে পারি সব সময়,
ভালোবেসে সবারই মন
করতে পারি যেন জয়।

এ এইচ কনিসক্স।