সাধারন আলোচনা।

in BDCommunity4 years ago (edited)

IMG_20200705_184947.jpg

সিনেমা তে একজন নায়ক থাকতে হবে নাইকা থাকতে হবে এটা কেন জানি এখন আর ভাল লাগেনা আমার । আনেক বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রয়েছে সাধারন মানুষের কথা বলেছে। সেখানে ছিলনা না কোন মেকি রং চকচকে ব্যাপার সুধু ছিল সাধারন, স্বাভাবিক উপস্থাপনা।
সাদা মাটা উপাদান দিয়ে কিনা চমৎকার করেছেন তারা। বেশি দূরে নাই গেলাম আমাদের দেশের চলচ্চিত্র নির্মাতা স্যার তারেক মাসুদ এর কথা বলি মাটির ময়না, রানওয়ে কি আসাধারন নির্মান।
না আছে কোন মেকি ব্যাপার না আছে অতিরঞ্জিত করা কিছু। সবি খুবি সাধারন তারপর হৃদয় এর এক কোনে জায়গা করে নেয়। আঘাত হানে বার বার, প্রশ্ন ছুরে দেয় এই ব্যবস্থা কে।
কিভাবে জন্মনিবে বলুন তো আরেকটা তারেক মাসুদ? আমাদের দর্শক ফেশবুকে কয়একটা ফানি ভিডিও দেখে ঘুমিয়ে যেতে পছন্দ করে।
কিভাবে আসবে তারা! আমাদের দর্শক কাতুকুতু দিয়ে হাসানো সিনেমা গিলতে পছন্দ করে।
আমাদের দর্শক সিনেমা হলে যায় আন্ধকারে প্রেমিকার গালে চুমু খেতে।
আবস্য এটাও ঠিক গনো আর শিল্প কখোন একনয়।
শিল্পের রস গ্রহন করতে সবাই পারে না। আমি কোন সমাধানে আসতে চাইনা। বলছি না ব্যাবসা সফল ছবি যারা বানাচ্ছে তারা ভাল না। দর্শক এর কাছে পৌছাতে সবাই চায়।
তবে তারাই মরে গিয়ে বেচে থাকে যারা নতুন কিছু দিয়ে যেতে পারে এই পৃথিবীতে । এই পৃথিবী তাদের কাছেই কৃতজ্ঞ।
সিনেমার কথা বলছি কেনো শুনুন । সিনেমা আনেক প্রভাভ ফেলে আমাদের সাধারন যিবনে।কিভাবে?
আমার দিগ থেকে বলি আমি সেইদিন এক লোকের সাথে কথা, পরিচয় যানতে চাওতে বল্লাম চারুলায় পড়াশুনা করছি, ৪র্থ বর্ষ। লোকটা মুখ নারিয়ে বলল ও শিল্পি মানুষ? উদাসীন হয় না? আন্য জগত এর মানুষ। কথা সুনে বুঝলাম ওনার ধারনা শিল্পিরা গাঞ্জা আর মত ছাড়া কিছু বুঝেনা। তারপর আমি জিজ্ঞেস করলাম এর আগে কোন শিল্পি মানুষ এর সাথে পরিচর ছিল বলল না। এই যে ধারনাটা শিল্পি মানেই নোংরা থাকবে, মত খেতে খেতে ছবি আকবে,কবিতা লিখবে।এই সকল ধারনা সাধান মানুষ সিনেমা থেকে পেয়েছে। দাদা বাস্তবে এমন হয় না। সিনেমা না হয় বাদ দিলাম আমাদের মা চাচিরা সিরিয়াল দেখে কিরোনমালা শাড়ি কিনতে যায় না ঈদে। পাশের বাসার ছোট বাংলা সিনেমার ডায়লোগ দিয়ে আমাকে বলে গুলি কইরা দিমু।
প্রভাব পরে আপনার মনের অজান্তে প্রভাব পরে।

Sort:  

Congratulations @artistparthoroy! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 3000 upvotes. Your next target is to reach 3250 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

তারাই মরে গিয়ে বেচে থাকে যারা নতুন কিছু দিয়ে যেতে পারে এই পৃথিবিতে । এই পৃথিবী তাদের কাছেই কৃতজ্ঞ।

পৃথিবী যতদিন থাকবে তাদেরকে স্মরণ করবে।

হ্যাঁ ঠিক বলেছেন আপনি। 😇😇

বানানের ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া দরকার।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন।
আমার অজ্ঞতা রয়েছে। বিশেষ করে কিবোর্ড চালানো ব্যাপারটা। 😥
তারপর আশাকরি আমি শুধরে ফেলব নিজেকে। 😊😊😊 ধন্যবাদ

ভালো গুলো কে আমরা গলা টিপে টিপে হত্যা করেছি । এখানে ভালো আশাকরা ভীষণ মুশকিল।

হ্যাঁ ভাই আমাদের সচেতন হওয়া দরকার।

অনেক ইন্ডাস্ট্রিতে এখন নির্দিষ্ট নায়ক নায়িকার ধারনা থেকে বের হয়ে আসতেছে।

হ্যাঁ আনেক পরিবর্তন এসেছে।